জনজীবনের জ্বলন্ত সমস্যা নিয়ে কর্মী সম্মেলন এবং স্থানীয় স্তরে আন্দোলনের কর্মসূচি শুরু করল কংগ্রেস। তারই অঙ্গ হিসেবে বুধবার কর্মী সম্মেলন হল দক্ষিণ কলকাতার রাসবিহারী বিধানসভা এলাকায়। কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহার ও কর্মসংস্থানের দাবি এবং পেট্রল-ডিজ়েলের চড়া দাম, মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানানো হল সেখানে। পরে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল এবং স্থানীয় কিছু দাবিতে নিউ আলিপুর থানা ঘেরাও করেন কংগ্রেস কর্মী-সমর্থকেরা।