Advertisement
১৯ মে ২০২৪
সবং কাণ্ড

ব্লক জুড়ে প্রতিবাদ সভার ডাক কংগ্রেসের

সবং কলেজে ছাত্র খুনের ঘটনায় ব্লক জুড়ে প্রতিবাদ সভার ডাক দিল কংগ্রেস। বৃহস্পতিবার সবংয়ের ব্লক অফিসের বাইরে কংগ্রেসের এক সভার আয়োজন করা হয়। সভায় সবংয়ের সজনীকান্ত মহাবিদ্যালয়ে কৃষ্ণপ্রসাদ জানা খুনের ঘটনার তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে সরব হন দলীয় নেতৃত্ব। এ ছাড়াও ব্লক জুড়ে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধেও প্রতিবাদ জানানো হয়।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৫ ০২:১৬
Share: Save:

সবং কলেজে ছাত্র খুনের ঘটনায় ব্লক জুড়ে প্রতিবাদ সভার ডাক দিল কংগ্রেস। বৃহস্পতিবার সবংয়ের ব্লক অফিসের বাইরে কংগ্রেসের এক সভার আয়োজন করা হয়। সভায় সবংয়ের সজনীকান্ত মহাবিদ্যালয়ে কৃষ্ণপ্রসাদ জানা খুনের ঘটনার তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে সরব হন দলীয় নেতৃত্ব। এ ছাড়াও ব্লক জুড়ে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধেও প্রতিবাদ জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় কংগ্রেস বিধায়ক মানস ভুঁইয়া, কংগ্রেসের জেলা সভাপতি বিকাশ ভুঁইয়া, ব্লক সভাপতি অমল পণ্ডা, ব্লক সাধারণ সম্পাদক আবু কালাম বক্স প্রমুখ। আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সবংয়ের মোট ৭টি অঞ্চলে প্রতিবাদ সভা চলবে বলেও ঘোষণা করা হয়।

গত ৭ অগস্ট সবং কলেজে কৃষ্ণপ্রসাদকে খুনের অভিযোগ ওঠে। ঘটনায় পুলিশ তিনজন তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি) কর্মী ও চারজন ছাত্র পরিষদ (সিপি) কর্মীকে গ্রেফতার করে। সবং কাণ্ডের চার্জশিটে যে ২১ জনের নাম রয়েছে, তাঁদের মধ্যে ১৯জনই সিপি কর্মী। কংগ্রেসের দাবি, ব্লকের প্রতিটি অঞ্চলের মানুষের কাছে গিয়ে রাজ্যের বর্তমান সরকারের ভূমিকা তুলে ধরা হবে। এ দিন বিকাশ ভুঁইয়া বলেন, “রাজ্যের তৃণমূল সরকার দুর্নীতিগ্রস্ত। সবংয়ে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতগুলিও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। ছাত্র খুনে সিপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। তাই আমাদের প্রতিবাদ চলবে।”

ছাত্র খুনের ঘটনার প্রতিবাদে কংগ্রেসের ডাকা বন্‌ধের দিনে বিডিও অফিসে ভাঙচুর চলে। ঘটনায় কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে মামলা রুজু হয়। বৃহস্পতিবার মানস ভুঁইয়া বলেন, “তৃণমূল পরিচালিত পঞ্চায়েতগুলির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সত্ত্বেও বিডিও তদন্ত করছেন না। অথচ বিডিও অফিসে কাচ ভাঙার ঘটনায় তিনি আমাদের কর্মীদের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করছেন।”

মানসবাবুর বক্তব্য, ‘‘সবং মামলায় নিরাপরাধেরাই গ্রেফতার হয়েছেন। এর বিরুদ্ধে গণ-আন্দোলন গড়ে তুলতে হবে।” দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামী ১০ সেপ্টেম্বর মোহাড়, ১২ সেপ্টেম্বর ভেমুয়া, ১৩ সেপ্টেম্বর বিষ্ণুপুর, ১৪ সেপ্টেম্বর দশগ্রাম, ১৫ সেপ্টেম্বর বলপাই ও ১৬ সেপ্টেম্বর বুড়ালে প্রতিবাদ সভার আয়োজন হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Congress rally Amal Panda
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE