আর জি কর-কাণ্ডে নির্যাতিতা চিকিৎসক-ছাত্রীর দেহ উদ্ধার হয়েছিল গত বছর ৯ অগস্ট। সেই ঘটনাকে সামনে রেখে এবং বিচারের দাবিতে এই বছর ৮ অগস্ট নিজ়াম প্যালেসে সিবিআইয়ের আঞ্চলিক দফতর অভিযানের ডাক দিল কংগ্রেস। পাশাপাশি, ৯ অগস্ট শ্যামবাজারে সুভাষচন্দ্র বসুর মূর্তি থেকে আর জি কর পর্যন্ত মোমবাতি মিছিলেরও ডাক দিয়েছে তারা। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সোমবার বলেছেন, “রাজ্য ও কেন্দ্রীয় সরকার এখনও ‘অভয়া’র ন্যায়-বিচার দিতে পারেনি। সিবিআইয়ের কাছে আমাদের প্রশ্ন, কোথায় চাপ রয়েছে?” পাশাপাশি, স্বাধীনতার আগে ১৯৪২-এর ৯ অগস্ট তারিখে ‘ভারত ছাড়ো’ আন্দোলন শুরু হয়েছিল। সেই সূত্রেই শুভঙ্কর বলেছেন, “ওই সময়ে স্লোগান ছিল ‘ইংরেজ তুমি ভারত ছাড়ো’। অভয়ার বিচার দিতে না-পারায় এ বারের ৮ ও ৯ অগস্ট আমরা বলব, রাজ্য ও কেন্দ্রীয় সরকার তোমরা গদি ছাড়ো!” প্রসঙ্গত, আর জি কর-কাণ্ড এবং দক্ষিণ কলকাতা গণধর্ষণের ঘটনাকে সামনে রেখে ৯ অগস্ট ‘নবান্ন অভিযান’ হবে বলে জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)