E-Paper

‘আঁতাঁতে আতঙ্কে’র তোপ কংগ্রেসের, হুঁশিয়ারি মন্ত্রীর

রাজ্যের সিইও দফতরের সামনে রাস্তায় নেমে বুধবার রাহুল গান্ধীর ‘ভোট চোর, গদি ছোড়’ দাবির সমর্থনে সই সংগ্রহ অভিযান চালিয়েছেন কংগ্রেস নেতৃত্ব।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ০৯:২৯
নির্বাচন কমিশনের সামনে সভায় প্রদেশ কংগ্রেস নেতৃত্ব।

নির্বাচন কমিশনের সামনে সভায় প্রদেশ কংগ্রেস নেতৃত্ব।

ভোটার তালিকার বি‌শেষ আমূল সংশোধনের (এসআইআর) নামে ভীতির পরিবেশ তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করল কংগ্রেস। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরের সামনে দাঁড়িয়ে নির্বাচন কমিশনকে হুঁশিয়ারিও দিলে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। পাশাপাশি, এসআইআর-পর্বে প্রকৃত ভোটারের নাম বাদ পড়লে ‘লন্ডভন্ড’ করে দেওয়ার হুঙ্কার ফের শোনা গেল রাজ্যের এক প্রতিমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের বিধায়ক তজমুল হোসেনের গলায়। ভোটার তালিকার সংশোধন ঘিরে বাড়তি উত্তাপের মধ্যে কমিশনের দফতরের সামনে বিক্ষোভ সমাবেশের প্রস্ততি নিচ্ছে বামফ্রন্টও।

রাজ্যের সিইও দফতরের সামনে রাস্তায় নেমে বুধবার রাহুল গান্ধীর ‘ভোট চোর, গদি ছোড়’ দাবির সমর্থনে সই সংগ্রহ অভিযান চালিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। পথ-চলতি মানুষের কাছে সই সংগ্রহে যোগ দিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও। আনুষ্ঠানিক ভাবে দেশ জুড়ে কংগ্রেসের গণ-স্বাক্ষর অভিযান শেষ হল এ দিনই। তবে প্রদেশ কংগ্রেস সভাপতি এআইসিসি-র কাছে আবেদন জানিয়েছেন, উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগ এবং রাজ্যে উৎসবের মরসুমের কথা বিবেচনায় রেখে আরও কিছু দিন অভিযান চালাতে দেওয়া হোক। রাজ্য জুড়ে কংগ্রেস নেতা-কর্মীরা প্রায় দেড় লক্ষ সই এখনও পর্যন্ত সংগ্রহ করেছেন বলে দলীয় নেতৃত্বের দাবি। প্রদেশ কংগ্রেসের ডাকে ও বড়বাজার জেলা কংগ্রেসের আয়োজনে বিবাদী বাগে সিইও দফতরের সামনে সভায় শুভঙ্কর বলেছেন, ‘‘বিজেপি এবং নির্বাচন কমিশনের আঁতাঁতে এসআইআর ঘিরে ভীতির পরিবেশ তৈরি করা হচ্ছে। তালিকা থেকে নাম বাদ চলে যেতে পারে, এই আতঙ্কে সংখ্যালঘু-সহ বহু মানুষ যাতে কেন্দ্রের শাসকের পক্ষে থাকেন, সেই চেষ্টা করা হচ্ছে।’’ তাঁর সংযোজন, ‘‘আমাদের কাছে যাহাই বিজেপি, তাহাই তৃণমূল কংগ্রেস! যেন তেন প্রকারেণ ভোটে জেতা এদের উদ্দ্যেশ্য। যাঁরা এই দুই দলকে সমর্থন করেন, ভোটার তালিকা থেকে নাম বাদ চলে গেলে ওদেরও ভোট দিতে পারবেন না! তাই কংগ্রেস রাস্তায় নেমে আপনাদের সকলের পাশে আছে।’’ সভায় ছিলেন অমিতাভ চক্রবর্তী, সন্তোষ পাঠক, মায়া ঘোষ, কৃষ্ণা দেবনাথ-সহ প্রদেশ নেতৃত্ব। বিহারের ‘শিক্ষা’ মাথায় রেখে এসআইআর প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারির আগে সর্বদল বৈঠক-সহ প্রয়োজনীয় পদক্ষেপ করার দাবি নিয়ে আজ, বৃহস্পতিবার কমিশনের সিইও-র সঙ্গে দেখা করতে যাচ্ছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব।

এরই মধ্যে মালদহের হরিশ্চন্দ্রপুর-১ (এ) ব্লক তৃণমূলের বিজয়া সম্মিলনীতে মঙ্গলবার রাতে মন্ত্রী তজমুল বলেছেন, ‘‘এসআইআর হোক, তাতে সমস্যা নেই। কিন্তু আমাদের এলাকার কারও নাম যদি ভোটার তালিকা থেকে বাদ যায়, তবে সবাইকে নিয়ে আন্দোলনে নেমে হরিশ্চন্দ্রপুর লন্ডভন্ড করে দেব!’’ তিনি আরও বলেছেন, ‘‘পশ্চিমবঙ্গবাসী স্বাধীনতা সংগ্রামের লোক। আমরা অন্যায় সহ্য করব না। আগে এনআরসি-র নাম করে ভয় দেখানো হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রুখে দিয়েছিলেন। এসআইআর-এর নাম করে ভোটার তালিকা থেকে কেউ বাদ গেলে আমরা গর্জে উঠব!’’ কয়েক দিন আগে মোথাবাড়ির তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনও বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে মন্তব্য করেছিলেন, প্রকৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হলে মোথাবাড়ি ‘লন্ডভন্ড’ করে দেওয়া হবে।

সিপিএম সূত্রের খবর, এসআইআর-এর জন্য বুথ লেভল এজেন্ট (বিএলএ) দেওয়ার প্রক্রিয়ায় গতি আনার জন্য বার্তা দেওয়া হয়েছে দলে। ‘বৈধ’ ভোটারের নাম যাতে বাদ না যায়, সেই দাবি নিয়ে কালী পুজো ও ছট পুজোর পরে কলকাতায় কমিশনের দফতরের সামনে বামফ্রন্টের ডাকে বিক্ষোভ সমাবেশেরও পরিকল্পনা হচ্ছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

SIR Congress

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy