ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার মধ্যেই প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসকে সামনে রেখে বাঙালি শরণার্থীদের জন্য তাঁর কর্মকাণ্ডকে স্মরণ করে বনগাঁ থেকে পেট্রাপোল সীমান্ত পর্যন্ত মোটরবাইক মিছিল করল কংগ্রেস। যোগ দিয়েছিলেন প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নান, প্রদেশ কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী, উত্তর ২৪ পরগনা (গ্রামীণ) জেলা কংগ্রেসের সভানেত্রী ইন্দ্রানী দত্ত চট্টোপাধ্যায় প্রমুখ।কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, ১৯৭১-এ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা ইচ্ছুক বাঙালি শরণার্থীদের নাগরিকত্ব দিয়েছিলেন। কিন্তু এখন নরেন্দ্র মোদী সরকার বাংলা-বাঙালির উপরে আক্রমণ নামিয়ে আনলেও বাংলার বিজেপি নেতারা এই বিষয়ে চুপ। মান্নান বলেছেন, “কেন্দ্র নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভোট চুরি করছে। আর রাজ্য সরকার পুলিশকে কাজে লাগিয়ে বুথ-লুট, ভোট চুরি করে। ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর কাজকর্ম দেখলেই বিজেপি-তৃণমূলের আঁতাঁতের বিষয়টিও সামনে আসে।” বাম ও কংগ্রেসের বার বার জোট করা এবং তা ভেঙে দেওয়ার প্রবণতা দু’দলেরই ক্ষতির কারণ হয়েছে বলেও মত প্রাক্তন বিরোধী দলনেতার। মান্নানের বক্তব্য, “শুধু ভোটের জন্য জোট করলে লাভ নেই। প্রয়োজন কর্মসূচি-ভিত্তিক জোট, যেখানে মানুষের সমস্যা, দাবি ও আন্দোলনকে কেন্দ্র করে আমরা এক সঙ্গে কাজ করব।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)