বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালবীয়ের বিরুদ্ধে বৃহস্পতিবার রাজ্যের আরও বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করে ‘কুৎসার রাজনীতি’ নিয়ে সরব হল কংগ্রেস। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের মুখের সঙ্গে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর একটি পোস্টার দিয়ে তাঁকে নিশানা করেছিলেন মালবীয়। কংগ্রেসের অভিযোগ, রাহুল কেন্দ্রের কিছু পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলার জন্যই উত্তর না-দিয়ে কুৎসা করছে বিজেপি। এর প্রেক্ষিতেই রাজ্য জুড়ে সব থানায় মালবীয়ের নামে অভিযোগ দায়েরের কর্মসূচি নিয়েছে কংগ্রেস। তারই অঙ্গ হিসেবে আমহার্স্ট স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছেন প্রদেশ কংগ্রেস নেতা সুমন রায়চৌধুরী, ছিলেন অন্য নেতারাও। পাশাপাশি, পহেলগামে জঙ্গি-হামলার কাণ্ডে জড়িতদের এখনও কেন খোঁজ পাওয়া গেল না, ঘটনার দিন সেখানে কেন নিরাপত্তা বাহিনী ছিল না, এমন প্রশ্নকে সামনে রেখে এ দিন হাজরা মোড়ে বিক্ষোভ দেখিয়েছে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস। সংগঠনের জেলা সভাপতি প্রদীপ প্রসাদের বক্তব্য, “জম্মু ও কাশ্মীরে সুরক্ষার গাফিলতি হয়েছে। সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়া যায়নি। দেশের সুরক্ষা কী ভাবে দেবে মোদী সরকার?”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)