Advertisement
১৯ এপ্রিল ২০২৪

রাজ্যসভায় নির্দল সন্ধানে অধীরেরাও

বামেদের মতো কংগ্রেসও ‘নির্দল’ মুখ খুঁজছে রাজ্যসভার জন্য। বিধানসভার বর্তমান বিন্যাসের নিরিখে নির্দল প্রার্থী ছাড়া বিরোধীদের পক্ষে যে আসন জেতা সম্ভব নয়, কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীকে সেই অঙ্ক জানিয়ে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:০৬
Share: Save:

বামেদের মতো কংগ্রেসও ‘নির্দল’ মুখ খুঁজছে রাজ্যসভার জন্য। বিধানসভার বর্তমান বিন্যাসের নিরিখে নির্দল প্রার্থী ছাড়া বিরোধীদের পক্ষে যে আসন জেতা সম্ভব নয়, কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীকে সেই অঙ্ক জানিয়ে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এআইসিসি-র পর্যবেক্ষক সি পি জোশীও মঙ্গলবার বিরোধী দলনেতা আব্দুল মান্নানের কাছে খোঁজ নিয়েছেন, কংগ্রেসের বিবেচনায় সম্ভাব্য নাম কী কী আছে। জোশীদের জানানো হয়েছে, বিধানসভায় আজ, বুধবার কংগ্রেস বিধায়কদের সঙ্গে আলোচনায় বসবেন অধীর-মান্নান। তার পরেই সম্ভাব্য নামের তালিকা ঠিক হতে পারে।

প্রদেশ সভাপতি অধীরবাবুর বক্তব্য, ‘‘বিধায়ক-সংখ্যার জোরে আমাদের কোনও প্রার্থীর জেতা সম্ভব নয়। সেই জন্যই গত বছর আমরা সীতারাম ইয়েচুরিকে সমর্থন করতে চেয়েছিলাম। কিন্তু ওঁদের দল রাজি হয়নি। এ বারও তারা আমাদের সমর্থন করতে রাজি নয়। এই পরিস্থিতিতে নিরপেক্ষ বা নির্দল কাউকে দাঁড় করাতে হবে আমাদের। সিপিএমের কাছে আর্জি জানাব সেই প্রার্থীকে সমর্থন করার।’’ সিপিএমও এই একই সূত্রের কথা কংগ্র্রেস নেতৃত্বকে বলেছে। কংগ্রেসের একটি সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের এক প্রাক্তন বাঙালি আমলার নাম চর্চায় আছে। আবার বাম শিবিরের একাংশে ভাসছে দিল্লির এক বাঙালি সাংবাদিকের নাম। প্রদেশ কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, তাঁদের পাঠানো সম্ভাব্য তালিকা থেকে চূড়ান্ত নাম বাছবে এআইসিসি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Congress Adhir Ranjan Chowdhury AICC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE