সাগর থেকে পাহাড় পদযাত্রার জন্য প্রদেশ কংগ্রেসের সব শীর্ষ নেতা বুধবার ছিলেন গঙ্গাসাগরে। সাগরেই ‘ভারত জোড়ো যাত্রা’ শুরুর আগে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলের পতাকা তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এমতাবস্থায় প্রদেশ কংগ্রেসের দফতর বিধান ভবনের বাইরে ১৩৮তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের আয়োজন করলেন কলকাতায় দলের নেতা-কর্মীরা। মোহনদাস কর্মচন্দ গান্ধীর ছবিতে শ্রদ্ধা জানিয়ে প্রতিষ্ঠা দিবস পালন করেছেন প্রদেশ যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি শাদাব খানেরা। বিজেপির বিভাজনের রাজনীতি, বেহাল অর্থনীতি এবং রাজ্যে তৃণমূল সরকারের দুর্নীতির বিরুদ্ধে সরব হন তাঁরা।