পাহাড়ের সমস্যার সমাধানের লক্ষ্যে কেন্দ্র যে মধ্যস্থতাকারী নিয়োগ করেছে, তাকে সামনে রেখে সরব হল প্রদেশ কংগ্রেস। বিষয়টিকে বাংলায় ভোটের আগে বিজেপির কৌশল বলে তোপ দেগেছে তারা। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের মতে, “বাংলার ভোটের আগে এই পদক্ষেপ আসলে বিজেপির রাজনৈতিক কৌশল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে এনডিএ সরকার বার বার গোর্খা-সমস্যা সমাধানের জন্য আশ্বাস দিলেও, নির্দিষ্ট পদক্ষেপ করা হয়নি। জনতা চালাকিটা বুঝে গিয়েছে।” এই সূত্র ধরেই কেন্দ্রে কংগ্রেস আমলেই যে নেপালিকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া, দার্জিলিং-গোর্খা পার্বত্য কাউন্সিল গঠন, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) চালুর মতো বিভিন্ন পদক্ষেপ করা হয়েছিল, সে কথাও স্মরণ করিয়ে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)