লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ‘ভোট চোর, গদি ছোড়’ দাবির সমর্থনে এআইসিসি-র নির্দেশে বাংলা-সহ দেশ জুড়ে এক মাস ধরে গণ-সই সংগ্রহ অভিযানে নেমেছে কংগ্রেস। তারই অংশ হিসেবে মঙ্গলবার ভবানীপুরে যদুবাবুর বাজার মোড়ে সই সংগ্রহের কর্মসূচি নিয়েছিল দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস। সেখানে যোগ দিয়ে জেলা সভাপতি প্রদীপ প্রসাদ নিশানা করেছেন নির্বাচন কমিশন এবং বিজেপিকে। তাঁর দাবি, “রাহুল তথ্য দিয়ে নির্বাচন কমিশনের মুখোশ খুলে দিয়েছেন। দেখিয়ে দিয়েছেন, কী ভাবে ভোট চুরি করেছে কমিশন। ভোটার তালিকার বিশেষ আমূল সংশোধনের (এসআইআর) নামে কমিশন একপেশে আচরণ করছে। এখন কমিশনকে প্রশ্ন করলে উত্তর দিচ্ছে বিজেপি। ভোট চুরি করে ক্ষমতায় রয়েছে বিজেপি।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)