দলের মধ্যে চলতি বিতর্ক জিইয়ে রেখেই কারণ দর্শানোর চিঠির জবাব দিলেন কংগ্রেসের বর্ষীয়ান বিধায়ক মানস ভুঁইয়া। তিনি পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যান পদ না ছাড়ায় হাইকম্যান্ডের সবুজ সঙ্কেত পেয়ে তাঁকে কারণ দর্শানোর নোটিস পাঠিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। প্রদেশ সভাপতি কী ভাবে তাঁকে এমন নোটিস দেন, সেই এক্তিয়ার নিয়েই পাল্টা প্রশ্ন তুলেছেন প্রাক্তন সভাপতি!হাইকম্যান্ডের কাছে নিজের অবস্থান ব্যাখ্যা করতে সোমবার বিকালে দিল্লি গিয়েছেন মানসবাবু। সেই সঙ্গেই শো-কজের জবাবি চিঠিতে প্রদেশ কংগ্রেস সভাপতির এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন। জবাবের প্রতিলিপি পাঠিয়েছেন দলের সভানেত্রী সনিয়া ও সহ-সভাপতি রাহুল গাঁধীর কাছেও। অধীর অবশ্য বলেছেন, ‘‘মানসবাবু বর্ষীয়ান নেতা। প্রদেশ সভাপতি ছিলেন। উনি দলের গঠনতন্ত্র আমার থেকে ভাল জানেন। পিএসি নিয়ে আমি এআইসিসি-র সিদ্ধান্ত ওঁকে জানিয়েছি। আমার ভূমিকা পিওনের মতো!’’ তবে অধীরের আরও মন্তব্য, ‘‘শো-কজে কাজ হয়েছে দেখা যাচ্ছে! তাই এখন দিল্লি আসছেন হাইকম্যান্ডের সঙ্গে কথা বলতে!’’