Advertisement
২০ এপ্রিল ২০২৪
Adhir Chowdhury

সব জেলার রিপোর্ট পেলেই আসনের কথা, ব্যাখ্যা অধীরের

বাম ও কংগ্রেস নেতৃত্বের মধ্যে দফায় দফায় বৈঠকে যৌথ কিছু কর্মসূচি ঠিক হয়েছে।

ধর্মতলায় অধীর চৌধুরী। নিজস্ব চিত্র।

ধর্মতলায় অধীর চৌধুরী। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২১ ০৫:০১
Share: Save:

বামেদের সঙ্গে জোটে গোটা রাজ্যে কংগ্রেসে কত আসনে লড়তে চায়, তার হিসেব এখনও তৈরি হয়নি। সেই কারণেই বামেদের সঙ্গে আসন-রফার আলোচনা এখনও শুরু হয়নি বলে জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। জেলাগুলির কাছ থেকে আসন সংক্রান্ত রিপোর্ট নিয়ে শীঘ্রই প্রদেশ কংগ্রেস নেতৃত্ব আলোচনায় বসবেন বলেও তিনি জানিয়েছেন।

বাম ও কংগ্রেস নেতৃত্বের মধ্যে দফায় দফায় বৈঠকে যৌথ কিছু কর্মসূচি ঠিক হয়েছে। কিন্তু আসন-রফা নিয়ে কথা এখনও এগোয়নি। বারবার বৈঠক হয়ে গেলেও কংগ্রেস কেন এই বিষয়ে তাদের কাছে অবস্থান স্পষ্ট করছে না, তা নিয়ে উষ্মা তৈরি হয়েছে বাম শিবিরে। দু’পক্ষের মধ্যে বৃহস্পতিবারের বৈঠকেও আসন-রফার প্রসঙ্গে কংগ্রেস নেতৃত্ব কিছু বলতে পারেননি, যার ফলে নির্বাচনী প্রস্তুতির সময় চলে যাচ্ছে বলে মনে করছে বামেরা। এই প্রেক্ষিতেই শুক্রবার অধীরবাবুর ব্যাখ্যা, ‘‘কোথায় কত আসন চাই, সেই ব্যাপারে সব জেলা থেকে প্রদেশ কংগ্রেসের কাছে এখনও রিপোর্ট আসেনি। কিছু জেলা রিপোর্ট দিয়েছে। সব জেলার রিপোর্ট পেলে প্রদেশ কংগ্রেসে আমরা আলোচনা করে দলের অবস্থান ঠিক করব। তার পরেই বামেদের সঙ্গে এই বিষয়ে কথা হবে।’’ তাঁর বক্তব্য, ‘‘কংগ্রেস ও বামের জোট আছে। জোটে কোনও সমস্যা নেই। যৌথ কর্মসূচিও চলছে। বিজেপি এবং তৃণমূল সাধারণ মানুষের সমস্যা নিয়ে কোনও কথা না বলে পরস্পরকে গালি দিতে ব্যস্ত। এই পরিস্থিতিতে আমাদের তৃতীয় শক্তি মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা পাচ্ছে।’’

কিছু দিন আগে সব জেলা সভাপতি ও জেলার পর্যবেক্ষকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে আসন সংক্রান্ত ‘যুক্তিগ্রাহ্য’ রিপোর্ট চেয়েছিলেন প্রদেশ সভাপতি। সেই প্রক্রিয়ায় ফের গতি আনা হবে বলে জানিয়েছেন অধীরবাবু। পাশাপাশি, বিমান বসুদের সঙ্গে আব্দুল মান্নান, প্রদীপ ভট্টাচার্যেরা সমন্বয় করে যৌথ কর্মসূচি এগিয়ে নিয়ে যাবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Adhir Chowdhury Congress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE