সংবিধান বাঁচানোর আহ্বান জানিয়ে এবং ধর্মনিরপেক্ষতার বার্তা দিয়ে শুক্রবার পথে নামল কংগ্রেস। সাম্প্রতিক সময়ে মুর্শিদাবাদের অশান্তি, পহেলগামে সন্ত্রাসবাদী হামলার পরে ধর্মকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তরজা তীব্র হয়েছে। এই মেরুকরণের আবহে প্রদেশ কংগ্রেসের ডাকে যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড থেকে গড়িয়াহাট পর্যন্ত পদযাত্রায় যোগ দিয়েছিলেন দলের নেতা-কর্মীরা। ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, দলের বর্ষীয়ান নেতা প্রদীপ ভট্টাচার্য, অমিতাভ চক্রবর্তী, সন্তোষ পাঠক প্রমুখ। কংগ্রেস নেতা-কর্মীরা জাতীয় পতাকা, সংবিধানের প্রতিরূপ, মশাল নিয়ে পদযাত্রায় যোগ দিয়েছিলেন। ‘আমরা ধর্মনিরেপক্ষ’, ব্যানারে এই বার্তাও দিয়েছেন তাঁরা। প্রদেশ সভাপতি শুভঙ্কর বলেছেন, “যে সব শক্তি ধর্মনিরপেক্ষতাকে আক্রমণ করে, যারা বলে ধর্মনিরপেক্ষরা পাকিস্তান চলে যাও, তাদের বলছি, স্বাধীনতার আগে থেকে এই দেশ ধর্মনিরপেক্ষ। সংবিধান পরিবর্তন করে দেশের ধর্মনিরপেক্ষ চরিত্রকে যারা নস্যাৎ করতে চায়, তাদের বিরুদ্ধে কংগ্রেসের লড়াই চলবে।” এই সঙ্গেই বাংলায় ‘সংবিধান সঙ্কটে’ বলে দাবি করে শুভঙ্করের অভিযোগ, “বিজেপি আগুন লাগায়। আর দেশলাই বাক্সটা দেয় তৃণমূল!”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)