Advertisement
২০ এপ্রিল ২০২৪
Congress

Congress: কংগ্রেসের বিক্ষোভ শহরে, রাজভবনেও

এ দিন ভ্যানে স্কুটি চাপিয়ে প্রতিবাদ মিছিল হয় উত্তর কলকাতা জেলা কংগ্রেস সভাপতি রানা রায়চৌধুরীর নেতৃত্বে।

তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে উত্তর কলকাতায় কংগ্রেসের প্রতিবাদ।

তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে উত্তর কলকাতায় কংগ্রেসের প্রতিবাদ। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২২ ০৫:২১
Share: Save:

পেট্রল, ডিজ়েল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কলকাতা এবং রাজ্যের অন্যত্র পথে নাম কংগ্রেস। ঢাকুরিয়ায় সোমবার ইন্ডিয়ান অয়েলের আঞ্চলিক দফতরের সামনে বিক্ষোভ দেখান দক্ষিণ কলকাতার কংগ্রেস কর্মী-সমর্থকেরা। দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদের বক্তব্য, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার সময়ে লিটার প্রতি পেট্রলের দাম ছিল ৭১ টাকা, রান্নার গ্যসের সিলিন্ডারের দাম ছিল ৪১৪ টাকা। কেন্দ্রের বিজেপি সরকার গত ৮ বছরে শুধু পেট্রো-পণ্য থেকে ২৬ লক্ষ কোটি টাকা মুনাফা করেছে। হাতিবাগানে স্টার থিয়েটার সংলগ্ন এলাকা থেকেও এ দিন ভ্যানে স্কুটি চাপিয়ে প্রতিবাদ মিছিল হয় উত্তর কলকাতা জেলা কংগ্রেস সভাপতি রানা রায়চৌধুরীর নেতৃত্বে। রাজভবনের সামনে আশুতোষ চট্টোপাধ্যায়, মহেস বাল্মিকীরা বিক্ষোভ করলে ১০ জন পুরুষ, ২২ জন মহিলা-সহ সকলকেই লালবাজারে নিয়ে যায় পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Congress Petrol Diesel Price Hike
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE