মেট্রো রেল পরিষেবায় নিয়মিত ব্যাঘাত এবং যাত্রী নিরাপত্তার প্রশ্নকে সামনে রেখে পার্ক স্ট্রিটে মেট্রো ভবন ঘেরাও করল কংগ্রেস। মেট্রো সংক্রান্ত ৬ দফা দাবিতে মঙ্গলবার দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের ডাকে বিক্ষোভ হয়েছে। মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে দাবিদাওয়া নিয়ে প্রায় মিনিট ৪৫ আলোচনাও করেছেন কংগ্রেস নেতৃত্ব। ছিলেন দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদ, দলের নেতা আশুতোষ চট্টোপাধ্যায়-সহ অন্যেরা। অপরিচ্ছন্নতা, বিভিন্ন টিকিট কাউন্টার বন্ধ থাকা, সময়ে ট্রেন না-চলা, শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত ট্রেন চলা নিয়ে জটিলতা, কর্মীর অভাব, ডিসপ্লে বোর্ড ঠিক মতো কাজ না-করার মতো বিভিন্ন অব্যবস্থা নিয়েও সরব হয়েছে কংগ্রেস। তার পাশাপাশিই প্রদীপের বক্তব্য, “দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে অভিযুক্ত ছুরি নিয়ে ঢুকল কী ভাবে? স্টেশনের আইন-শৃঙ্খলা কলকাতা পুলিশ আর প্ল্যাটফর্ম, ট্রেনের নিরাপত্তা আরপিএফের দেখার কথা। দু’পক্ষই ব্যর্থ। সিভিক ভলান্টিয়ারদের দিয়ে কাজ চলছে।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)