Advertisement
০২ মে ২০২৪
Congress

সংসদ-কাণ্ডে শহরে বিক্ষোভ কংগ্রেসের

বিক্ষোভে ছিলেন মধ্য কলকাতা জেলা কংগ্রেস সভাপতি সুমন পাল, প্রদেশ কংগ্রেসের তপন আগরওয়াল, সাহিনা জাভেদ, সাদাব সিদ্দিকী প্রমুখ।

congress.

স্মোক বম্ব নিয়ে সংসদ-কাণ্ডে কংগ্রেসের বিক্ষোভ। কলকাতায়। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৩ ০৫:৩৭
Share: Save:

নতুন সংসদ ভবনে নিরাপত্তার অভাব নিয়ে প্রশ্ন তুলে এবং বিজেপি সাংসদ প্রতাপ সিমহাকে তদন্তের আওতায় আনার দাবিতে কলকাতায় বিক্ষোভ দেখাল কংগ্রেস। বিজেপি সরকারের আমলে দেশের সংসদও নিরাপদ নয়, এই অভিযোগ সামনে রেখে মধ্য কলকাতা জেলা কংগ্রেসের ডাকে বৃহস্পতিবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে হিন্দ সিনেমা পর্যন্ত ছিল প্রতিবাদ মিছিল। ওই মিছিলের শেষে রাজপথে স্মোক বম্ব হাতে নিয়ে বিক্ষোভে বসে পড়েন কংগ্রেস কর্মী-সমর্থকেরা। বিক্ষোভে ছিলেন মধ্য কলকাতা জেলা কংগ্রেস সভাপতি সুমন পাল, প্রদেশ কংগ্রেসের তপন আগরওয়াল, সাহিনা জাভেদ, সাদাব সিদ্দিকী প্রমুখ। বিজেপি সাংসদ প্রতাপের দেওয়া পাশ নিয়েই আগন্তুকেরা বুধবার সংসদ ভবনে ঢুকেছিলেন। ওই সাংসদের শাস্তির দাবি তুলেছেন কংগ্রেস নেতা-কর্মীরা। পাশাপাশিই তাঁদের দাবি, এমন ঘটনায় জবাবদিহি করতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Congress Protest parliament
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE