বিজেপির দল ভাঙানোর রাজনীতির বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, ভয় এবং প্রলোভন দেখিয়ে নেতা-বিধায়ক কিনছে বিজেপি। টাকা দিয়ে কিছু ‘পচা বিধায়ক’ কিনলেও তৃণমূলকে কেনা যাবে না বলে মন্তব্য করেছেন মমতা। দল ভাঙানোর প্রশ্নেই এ বার বিজেপির সঙ্গে তৃণমূলকেও নিশানা করে তোপ দাগল কংগ্রেস।
গত বিধানসভা ভোটের পর থেকে প্রায় ২০ জন কংগ্রেস বিধায়ক দল ছেড়েছেন। এঁদের মধ্যে সিংহ ভাগকেই দলে নিয়েছে তৃণমূল, সম্প্রতি এক জন গিয়েছেন বিজেপিকে। সেই প্রেক্ষিতেই প্রদেশ কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, তৃণমূলের পথেই বিজেপি হাঁটছে এবং দু’দলই বাংলায় ‘সুস্থ রাজনীতি’র ক্ষতি করছে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর মন্তব্য, ‘‘মুখ্যমন্ত্রী বলেছেন, বিধায়ক কেনা যায়। দল কেনা যায় না। আপনাকে ধন্যবাদ! ঠিক বলেছেন আপনি। কংগ্রেসের বিধায়ক আপনারাও কিনেছেন কিন্তু কংগ্রেস দলকে কেনা যায়নি। আপনার নিজের প্রয়োজনে আবার এক দিন সেই কংগ্রেসের কাছে আসতে হবে।’’ ধর্মের কল বাতাসে নড়ে বলে উল্লেখ করে প্রদেশ সভাপতির আরও মন্তব্য, ‘‘দল ভাঙানোর নেত্রী এখন দল ভাঙানোর বিরোধিতা করছেন!’’
একই সুরে সরব হয়েছেন বিরোধী দলনেতা আব্দুল মান্নানও। তাঁর বক্তব্য, বিধানসভায় কংগ্রেসের বিধায়ক থেকে কলকাতা পুরসভায় তৃণমূলের মেয়র হয়েছেন, এমন নজিরও আছে। মান্নান বলেন, ‘‘কংগ্রেস ভাঙিয়ে যাঁদের দলে নিয়েছেন, তাঁদের ক’জন ইস্তফা দিয়েছেন? বিধানসভার খাতায় তাঁরা এখনও কংগ্রেসের বিধায়ক কিন্তু কাজ করেন তৃণমূলের হয়ে। একই রকম নোংরা খেলা এখন বিজেপি শুরু করেছে।’’ তৃণমূল বা বিজেপি কারও মুখেই নৈতিকতার কথা মানায় না বলে বিরোধী নেতার দাবি।