পাটুলিতে কয়েক দিন আগে বোমা ফেটে আহত কিশোরের চিকিৎসা করানোর দায়িত্ব নিল কংগ্রেস। ওই ঘটনায় পুড়ে যাওয়ার জখম ছাড়াও যোধপুর পার্ক বয়েজ় স্কুলের ছাত্র ধোনি সরকারের কানে সমস্যা হয়েছে। সম্ভবত তার কানের পর্দা ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুচোষ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে দলের কর্মীরা সোমবার ওই কিশোরকে নিয়ে গিয়েছিলেন আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের কাছে। কিশোরের মায়ের সঙ্গে ফোনে কথা হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের। যত্রতত্র এত বোমা-বারুদ কী ভাবে আসছে, সেই প্রশ্ন তুলে শহরের নানা জায়গায় আরও বেশি সিসি ক্যামেরা লাগানোর দাবি করেছে কংগ্রেস।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)