কাটোয়া-সহ বিভিন্ন জেলায় দলীয় কর্মীদের উপরে শাসক দলের আক্রমণের বিরুদ্ধে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর দ্বারস্থ হল কংগ্রেস পরিষদীয় দল। দলের বিধায়ক নেপাল মাহাতো, মানস ভুঁইয়া, মনোজ চক্রবর্তী, অসিত মিত্র, মইনুল হক প্রমুখকে নিয়ে বৃহস্পতিবার রাজ্যপালের সঙ্গে দেখা করার পরে কংগ্রেস পরিষদীয় দলনেতা মহম্মদ সোহরাব বলেন, ‘‘পুরভোটকে উপলক্ষ্য করে তৃণমূল সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আমাদের দুই বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এবং অপূর্ব সরকারের বিরুদ্ধে মিথ্যা মামলা রুজু হয়েছে। কংগ্রেস নেতা-কর্মীদের ভুয়ো অভিযোগে ফাঁসানো হচ্ছে। এ সবই রাজ্যপালকে জানিয়েছি।’’ ধূলিয়ান-সহ বেশ কিছু জায়গায় তাদের নতুন কাউন্সিলরদেরও মিথ্যা মামলায় হয়রান করা হচ্ছে বলে রাজ্যপালের কাছে অভিযোগ জানিয়েছে কংগ্রেস।
কাটোয়ায় ভোটের দিন নিহত তৃণমূল কর্মীকে খুনের মামলায় স্থানীয় বিধায়ক রবীন্দ্রনাথবাবুর নাম অহেতুক জড়ানো হয়েছে বলে কংগ্রেসের অভিযোগ। এই ঘটনার সত্য উদ্ঘাটনে রাজ্যপালের কাছে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন সোহরাবরা। তাঁদের দাবি, বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলবেন বলে রাজ্যপাল আশ্বাস দিয়েছেন।
পাশাপাশি পথে নেমেও প্রতিবাদে সামিল হচ্ছে কংগ্রেস-প্রভাবিত শ্রমিক সংগঠন আইএনটিইউসি। কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী নীতির প্রতিবাদে আগামী ১৩ মে অন্যান্য দলের শ্রমিক সংগঠনের সঙ্গেই আইন অমান্যে সামিল হবে তারা। ওই দিন ওয়েলিংটন থেকে মিছিল শেষে রানি রাসমণি অ্যাভিনিউয়ে আইন অমান্য হওয়ার কথা।