পুরসভার ওয়ার্ড সংরক্ষণের তালিকা চূড়ান্ত করার আগে আরও আলোচনা ও সব পক্ষের মত নেওয়ার দাবি জানাল কংগ্রেস। জেলা শাসকেরা এই বিষয়ে সর্বদল বৈঠক করেননি বলে অভিযোগ তাদের। সাংসদ প্রদীপ ভট্টাচার্যের নেতৃত্বে বিধায়ক শঙ্কর মালাকার, শুভঙ্কর সরকার, আব্দুস সাত্তার ও প্রশান্ত দত্তকে নিয়ে প্রদেশ কংগ্রেসের একটি প্রতিনিধিদল মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনে গিয়ে জানিয়েছে, বিভিন্ন পুরসভায় এমন বেশ কিছু ওয়ার্ড থেকে যাচ্ছে, যা কখনওই সংরক্ষণের আওতায় পড়ছে না। আবার বহু ওয়ার্ড বারবার ঘুরে-ফিরে সংরক্ষিত হচ্ছে। সীমানা পুনর্বিন্যাসও কার্যকর হচ্ছে না। এই বৈষম্য দূর করার দাবি জানিয়েছেন প্রদীপবাবুরা। পাশাপাশিই গত পঞ্চায়েত ভোটের সময়ে ভাঙড়ের উদাহরণ দিয়ে তাঁদের দাবি, পুরভোটে মনোনয়ন জমা দিতে বাধা পেলে প্রার্থীদের জন্য বিকল্প ব্যবস্থা রাখতে হবে। কংগ্রেস নেতাদের দাবি, পর্যাপ্ত আলোচনা করেই সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন কমিশনের সচিব নীলাঞ্জন শান্ডিল্য।