কর্নাটকে বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপি বিধায়ক মদন দিলাওয়ারের মন্তব্যের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিলেন লোকসভায় বিরোধী দলের নেতা ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। ওই মন্তব্যের জেরে অভিযোগ দায়ের হল কলকাতার হেয়ার স্ট্রিট থানাতেও। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে সম্পর্কে বিজেপির বিধায়ক দিলাওয়ার বলেছিলেন, ‘‘ওঁর বয়স ৮০ পেরিয়েছে। ঈশ্বর যে কোনও সময়ে তাঁকে তুলে নিতে পারেন!’’ কংগ্রেসের অভিযোগ, কর্নাটকে পরাজয়ের আতঙ্ক ও হতাশা থেকে বিজেপি নেতারা এমন মন্তব্য করছেন, যা আসলে কংগ্রেস সভাপতিকে হত্যার চক্রান্তও হতে পারে। অধীর যেমন দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন, তেমনই সে রাজ্যের পুলিশের ডিজি-র কাছে এবং এ রাজ্যেও থানায় অভিযোগ করেছেন কংগ্রেস নেতা ঋজু ঘোষাল। আইনজীবী ঋজু জানিয়েছেন, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়ের তরফে কলকাতায় এই মর্মে মামলাও দায়ের করা হচ্ছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)