Advertisement
E-Paper

তৃণমূল নেতার আশ্রমে কৈলাস, বিতর্ক

বীরভূমের নলহাটি ২ ব্লক তৃণমূলের সভাপতি বিভাস অধিকারী শনিবার নিজের আশ্রমের অনুষ্ঠানে বিজেপি নেতা কৈলাসকে আমন্ত্রণ করায় জেলা তৃণমূলে জল্পনা এবং ক্ষোভ দেখা দিয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৭ ০৩:৪০
অনুষ্ঠানে তৃণমূল নেতার পাশেই কৈলাস বিজয়বর্গীয়।—নিজস্ব চিত্র।

অনুষ্ঠানে তৃণমূল নেতার পাশেই কৈলাস বিজয়বর্গীয়।—নিজস্ব চিত্র।

তৃণমূল নেতার আশ্রমে তাঁরই উদ্যোগে অনুষ্ঠান। কিন্তু মঞ্চ আলো করে বসে রয়েছেন রাজ্য বিজেপি-র কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। ওই অনুষ্ঠানে যাওয়ার পথে সেই খবর পেয়ে গাড়ি ঘুরিয়ে ফিরে গেলেন রাজ্যের মন্ত্রী তথা জেলার তৃণমূল নেতা আশিস বন্দ্যোপাধ্যায়!

বীরভূমের নলহাটি ২ ব্লক তৃণমূলের সভাপতি বিভাস অধিকারী শনিবার নিজের আশ্রমের অনুষ্ঠানে বিজেপি নেতা কৈলাসকে আমন্ত্রণ করায় জেলা তৃণমূলে জল্পনা এবং ক্ষোভ দেখা দিয়েছে। ওই অনুষ্ঠানে আমন্ত্রিত মন্ত্রী আশিসবাবু ঘনিষ্ঠ মহলে বলেছেন, ওখানে পৌঁছনোর আগে তিনি খবরটা না পেলে কেলেঙ্কারির এক শেষ হত! প্রকাশ্যে অবশ্য তিনি বলেন, ‘‘ব্যক্তিগত কারণে আমি ওই অনুষ্ঠানে যেতে পারিনি।’’

ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩০তম জন্মদিন উপলক্ষে নলহাটির নব হিমাইতপুরে নিজের আশ্রমে শনিবার অনুষ্ঠানের আয়োজন করেন বিভাসবাবু। সেখানে তিনি মৌখিক ভাবে আশিসবাবু, জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল, জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী-সহ জেলার অনেক নেতাকেই আমন্ত্রণ জানান। তাঁদের পাশাপাশি ওই অনুষ্ঠানে কৈলাসকে কেন নিমন্ত্রণ করা হল, সেই প্রশ্ন উঠেছে জেলা তৃণমূলের অন্দরে। দলের একাংশের মতে, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৈলাস কী ভাষায় আক্রমণ করেছেন, তা বিভাসবাবুর খেয়াল রাখা উচিত ছিল।

তৃণমূল সূত্রের খবর, আশিসবাবুর কাছ থেকেই খবর পেয়ে তৃণমূলের ছোট-বড় আরও অনেক নেতাই ওই দিন বিভাসবাবুর আশ্রমের অনুষ্ঠান এড়িয়ে গিয়েছেন। কেউ কেউ আবার কৈলাস পৌঁছনোর আগে দুপুরের মধ্যে আশ্রমে পৌঁছে প্রসাদ খেয়ে ফিরে যান।

বিভাসবাবুর দাবি, ‘‘অনুকূল চন্দ্রের কাছে কোনও জাতপাত, রাজনীতি নেই। আমি অন্য দল করি । উনি (কৈলাস) অন্য দল করেন ঠিকই। কিন্তু উনিও অনুকূল ঠাকুরের শিষ্য। আমার কাছেই দীক্ষা নিয়েছেন। তাই এসেছিলেন।’’ সংবাদমাধ্যমকে কৈলাসও বলেছেন, ‘‘ওই আশ্রমে ঠাকুরের জন্মোৎসব ঘিরে বড় অনুষ্ঠান এবং সেবামূলক অনেক কাজ হয়। তাই আমি নিজেই ওখানে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলাম।’’

শনিবার বিকেল পৌনে ছ’টা নাগাদ অনুষ্ঠান মঞ্চে পৌঁছন কৈলাস। ঘণ্টাখানেক থেকে প্রসাদ খেয়ে চলে যাওয়ার আগেও তিনি অবশ্য সাংবাদিকদের কাছে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কটাক্ষ করেছেন।

Kailash Vijayvargiya BJP TMC Bibhas Adhikari বিভাস অধিকারী Asish Banerjee আশিস বন্দ্যোপাধ্যায়
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy