Advertisement
E-Paper

Coronavirus in West Bengal: রাজ্যে করোনায় মৃত্যু ২, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হলেন ৭৫ জন

মঙ্গলবার করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯০ জন। এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯,৯৪,৮৮৭ জন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ মার্চ ২০২২ ২৩:৫৬

ফাইল চিত্র।

রাজ্যে করোনা সংক্রমণের হার নিম্নমুখী। তবে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে দু’জনের। মঙ্গলবার এমনই জানাল রাজ্য স্বাস্থ্য দফতরের কোভিড বুলেটিন। রাজ্যের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৫ জন। এ পর্যন্ত সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০,১৬,৯১৭ জনের। পাশাপাশি, মঙ্গলবার করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯০ জন। এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯,৯৪,৮৮৭ জন। পশ্চিমবঙ্গে করোনায় সুস্থতার হার বর্তমানে ৯৮.৯১ শতাংশ।

রাজ্যে করোনায় মৃত্যুর হার এখন ১.০৫ শতাংশ। মঙ্গলবার রাজ্যে কোভিডের নমুনা পরীক্ষা হয়েছে ১৬,৫৪০টি। এ পর্যন্ত ২৪,৬২৫,৯১৪টি নমুনা পরীক্ষা হয়েছে। পশ্চিমবঙ্গে করোনার সংক্রমণের হার এখন ০.৪৫ শতাংশ। নিভৃতবাসে রয়েছেন ৭৫৪ জন। হাসপাতালে ভর্তি রয়েছেন ৭৯ জন। পাশাপাশি, মঙ্গলবার মোট ২,০৩,৬৭২টি করোনা প্রতিষেধক দেওয়া হয়েছে।

Coronavirus in West Bengal COVID-19
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy