Advertisement
E-Paper

রাজ্যে মৃত্যু আরও ৭ জনের, নতুন করে আক্রান্ত ৯২

গত ২৪ ঘণ্টায় যাঁরা আক্রান্ত হয়েছেন তাঁদের ৯০ শতাংশই কলকাতা, হাওড়া এবং উত্তর ২৪ পরগনার বাসিন্দা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মে ২০২০ ২০:৩২
—ফাইল চিত্র

—ফাইল চিত্র

গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ৯২ জন আক্রান্ত হয়েছেন কোভিড-১৯-এ। সব মিলিয়ে দেড় হাজারের গণ্ডি ছাড়িয়ে রাজ্যে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা হল ১ হাজার ৫৪৮। বৃহস্পতিবার স্বাস্থ্য ভবন প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৭ জনের। এর মধ্যে ৫ জনই কলকাতার বলে জানা গিয়েছে। বুলেটিনে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যাঁরা আক্রান্ত হয়েছেন তাঁদের ৯০ শতাংশই কলকাতা, হাওড়া এবং উত্তর ২৪ পরগনার বাসিন্দা। রাজ্যে বৃহস্পতিবার পর্যন্ত সক্রিয় করোনা আক্রান্ত ১ হাজার ১০১ জন।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছেন শীর্ষ ব্যাঙ্ক কর্তা, পুলিশও। লালবাজার সূত্রে খবর, বুধবার মধ্য কলকাতার একটি থানার ওসি কোভিডে আক্রান্ত হওয়ার পর, এ বার মধ্য কলকাতারই ঘনবসতিপূর্ণ ব্যবসায়িক এলাকা জোড়াসাঁকোর এক আধিকারিকের শরীরে মিলেছে কোভিড ভাইরাসের অস্তিত্ব। একই ভাবে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে দক্ষিণ কলকাতা এবং পূর্ব কলকাতার দু’টি থানার কর্মীর। এঁদের এক জন অ্যাসিস্টান্ট সাব ইনস্পেক্টর, অন্য জন কনস্টেবল। সূত্রের খবর, কলকাতা পুলিশে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১০-এরও বেশি। আক্রান্ত হয়েছেন কলকাতা পুলিশের এক কোভিড আক্রান্ত আধিকারিকের স্ত্রী-ও। বুধবার রাতেই বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আঞ্চলিক সদর দফতরে কর্মরত এক শীর্ষ কর্তা।

বুলেটিনে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি বেড়েছে হাওড়াতে, ৩৪ জন। কলকাতায় বেড়েছে ১১ জন। তালিকায় রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, বীরভূম, মালদহও। বীরভূমে গত ২৪ ঘণ্টায় সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩ থেকে বেড়ে ৬ হয়েছে বলে জানা গিয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, দক্ষিণ কলকাতার যাদবপুরের একটি বেসরকারি হাসপাতালে তিন প্রসূতির দেহে কোভিডের অস্তিত্ব পাওয়া গিয়েছে। তাঁরা সন্তানের জন্ম দেওয়ার পরেই তাঁদের লালারসের রিপোর্ট পজিটিভ পাওয়া যায়। এর ফলে ওই হাসপাতালের প্রায় ৪০ জন চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীকে কোয়রান্টিনে পাঠাতে হয়েছে। ফলে ব্যাপক ভাবে ব্যাহত হবে ওই হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা।

আরও পড়ুন: অ্যাকাউন্ট ফাঁক, জামতাড়া মডেলে প্রতারণা চক্রের ঘাঁটি এ বার বাংলাতেও!

আক্রান্তের সঙ্গে সঙ্গে রোগমুক্তও হয়েছেন অনেকে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে এখনও পর্যন্ত রোগমুক্ত হয়েছেন ২৯৬ জন। তাঁদের মধ্যে ৩১ জন রোগমুক্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায়।

আরও পড়ুন: প্রেগনেন্সির মতো ঘরেই করোনার পরীক্ষা? কিট বানিয়ে দাবি হায়দরাবাদের সংস্থার

স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত ৩২ হাজার ৭৫২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার সংখ্যা ২ হাজার ৬১১। নমুনা পরীক্ষার হার প্রতি দশ লাখ জনসংখ্যায় ৩৬৩। পরীক্ষা হওয়া নমুনার মধ্যে ৪.৭৩ শতাংশ রিপোর্ট পজিটিভ পাওয়া গিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।

COVID 19 West Bengal Coronavirus
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy