Advertisement
E-Paper

রাজ্যে কোভিডে মৃত্যু আরও ৬ জনের, সবাই কলকাতার

কো মর্বিডিটিতে মৃতদের সংখ্যা ধরলে কলকাতায় এখনও পর্যন্ত ১৬০ জন কোভিড পজিটিভ ব্যক্তির মৃত্যু হল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মে ২০২০ ২০:৩৬
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল আরও ছ’জনের। এঁরা প্রত্যেকেই কলকাতার বাসিন্দা। শহরে কোভিডে মৃত্যুর সংখ্যা বেড়ে হল ১০৮। কো মর্বিডিটিতে মৃতদের সংখ্যা ধরলে কলকাতায় এখনও পর্যন্ত ১৬০ জন কোভিড পজিটিভ ব্যক্তির মৃত্যু হল। রাজ্য সরকার প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত এক দিনে রাজ্য নতুন করে আক্রান্ত হয়েছেন ১০১ জন।

সব মিলিয়ে রাজ্যে এখনও পর্যন্ত আক্রান্ত ২৫৭৬ জন। তবে প্রায় ১ হাজার জন (৯৫৯) জন রোগমুক্তও হয়ে গিয়েছেন। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৪৮০ জন। রোগমুক্তির হার রাজ্যে বেড়ে হয়েছে ৩৫.৮২ শতাংশ।

স্বাস্থ্য দফতরের এই বুলেটিন অনুযায়ী রাজ্যের ২২টি কোভিড পরীক্ষা কেন্দ্রে প্রতিদিন পরীক্ষার সংখ্যা বাড়ানো হচ্ছে। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয়েছে ৮হাজার ৬৬৮টি নমুনা। সব মিলিয়ে ৮৫ হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে এখনও পর্যন্ত। নতুন করে সবচয়ে বেশি আক্রান্তের সংখ্যা কলকাতায়, ৪৬ জন। তার পরেই রয়েছে উত্তর ২৪ পরগণা এবং হাওড়া। তবে উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে গত এক দিনে ফের আক্রান্ত হয়েছেন তিন জন করে।

অন্যদিকে কলকাতা পুলিশ সূত্রে খবর, কলকাতা দক্ষিণ পূর্ব ডিভিশনের একটি থানার এক কনস্টেবল এবং এক হোমগার্ড করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে ওই থানার এক সাব ইনস্পেক্টরও আক্রান্ত হয়েছিলেন। তার পর থেকেই টেগোর পার্ক এলাকার একটি হোটেলে তাঁরা কোয়েরান্টিনে ছিলেন। কিন্তু তাঁদের কোভিড পজিটিভ রিপোর্ট আসার পর ওই হোটেল কর্তৃপক্ষ ওই দু’জনকে হোটেলে রাখতে অস্বীকার করেন। ফলে তাঁদের কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর আরও এক জওয়ান এবং সীমান্ত রক্ষী বাহিনীরও এক জওয়ানের কোভিড পজিটিভ রিপোর্ট পাওয়া গিয়েছে। এসএসকেএম হাসপাতালের এক মহিলা চিকিৎসকও বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আক্রান্ত হয়ে।

আরও পড়ুন: পাওনা না মিটিয়ে ঋণের সংস্থান! রাজ্যগুলির সঙ্গে সঙ্ঘাত বাড়তে পারে কেন্দ্রের

Coronavirus COVID-19 করোনাভাইরাস
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy