Advertisement
০৬ অক্টোবর ২০২২
Coronavirus in West Bengal

Coronavirus in West Bengal: রাজ্যে দৈনিক আক্রান্ত বেড়ে সাড়ে চারশোর কাছে, কোভিডে মৃত্যু তিন জনের

বৃহস্পতিবার স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩৬ জন।

গ্রাফিক: সনৎ সিংহ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২২ ২৩:০২
Share: Save:

মঙ্গলবারের পর আবার বাড়ল রাজ্যে দৈনিক আক্রান্তেপ সংখ্যা। বৃহস্পতিবার বেড়ে তা সাড়ে চারশোর কাছে পৌঁছে গেল। তবে দৈনিক সংক্রমণের হারে কোনও পরিবর্তন হয়নি। বুধবার যা ছিল, বৃহস্পতিবারও তাই নয়। তা পাঁচ শতাংশের নীচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে তিন জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩৬ জন। এখনও পর্যন্ত কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ৩ হাজার ৭৬১ জন।

রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে মৃত্যু হয়েছে ২১ হাজার ৪৩০ জনের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড পরীক্ষা হয়েছে ১০ হাজার ৮০ জনের। দৈনিক সংক্রমণের হার অপরিবর্তিত থাকল, ৪.০৪ শতাংশ। প্রসঙ্গত, যত জন মানুষের করোনা পরীক্ষা করা হল, তাঁদের মধ্যে যত শতাংশের রিপোর্ট পজিটিভ তাকেই পজিটিভিটি রেট বা সংক্রমণের হার বলা হয়। রাজ্যে বর্তমানে কোভিডে আক্রান্তের সংখ্যা কমে ৪ হাজার ৪৭০।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.