রাজ্যে দৈনিক সংক্রমণ এবং সুস্থতার ব্যবধান আরও কমল শুক্রবার। গত পাঁচ দিন ধরে এই দুইয়ের মধ্যে ক্রমে ব্যবধান কমার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অন্য দিকে, সংক্রমণের হার কম হওয়ায় কিছুটা স্বস্তি ফিরলেও, দৈনিক সুস্থতা কমতে থাকায় একটা উদ্বেগ তৈরি হচ্ছে।
রাজ্য স্বাস্থ্য দফতরের শুক্রবারের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৮৯ জন। সেখানে দৈনিক সুস্থতার সংখ্যা ৩ হাজার ৪৯৬। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৭৩ হাজার ৯৮৭। সুস্থ হয়ে উঠেছেন ৪ লক্ষ ৪১ হাজার ১০০ জন।