Advertisement
১৯ এপ্রিল ২০২৪
COVID 19

Covid 19: রাজ্যে দৈনিক আক্রান্ত আরও কমল, কমল সংক্রমণের হারও, তবে সক্রিয় রোগীর সংখ্যা মঙ্গলবারও ঊর্ধ্বমুখী

সোমবার রাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা ছিল ৭৮। মঙ্গলবার সেই সংখ্যাটা কমে দাঁড়িয়েছে ৭৫-এ। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু উত্তর ২৪ পরগনায়।

গ্রাফিক: সন্দীপন রুইদাস

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ জুন ২০২১ ২০:৫৬
Share: Save:

প্রতি দিনই রাজ্যে কমছে করোনার দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৬৮ জন। কমেছে সংক্রমণের হারও। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমণের হার এসে দাঁড়িয়েছে ৬.৩২ শতাংশে। ধীর গতিতে হলেও রাজ্যে করোনায় আক্রান্তের মৃত্যুর সংখ্যাও কমছে। সোমবার রাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা ছিল ৭৮। মঙ্গলবার সেই সংখ্যাটা কমে দাঁড়িয়েছে ৭৫-এ।

জুন মাসের শুরুর দিনে সাড়ে ৯ হাজারের কাছাকাছি ছিল দৈনিক সংক্রমণ। মাসের একেবারে মাঝামাঝি সময় অর্থাৎ ১৫ দিনের মাথায় সেই দৈনিক সংক্রমণের সংখ্যা কমে গেল ছ’হাজারেরও বেশি। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৫৫ হাজার ৬৪৫ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এই সময়ের মধ্যে সেরে উঠেছেন ২ হাজার ৬৮ জন। এর ফলে রাজ্যে এখন মোট আক্রান্তের সংখ্যা এসে দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৬৮ হাজার ৪৪। সংক্রমণ দ্রুত কমতে থাকায় কমছে সক্রিয় রোগীর সংখ্যাও।

গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা সুস্থতার সংখ্যার থেকে বেশি হওয়ায় বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যা। রাজ্যে এখন ২০ হাজার ৪৬ জন করোনা আক্রান্ত রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ২ লক্ষ ১৪ হাজার ৪৪৪ জনের টিকাকরণ করা হয়েছে। সোমবারের হিসাবের তুলনায় যা অনেকটা বেশি।

কলকাতা ও উত্তর ২৪ পরগনা— করোনার দ্বিতীয় ঢেউয়ে সবচেয়ে প্রভাবিত এই জেলা দু’টিতেও সংক্রমণ কমছে উল্লেখযোগ্য ভাবে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ৩৭০ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। ওই সময়ে উত্তর ২৪ পরগনায় ৪৬৫, দক্ষিণ ২৪ পরগনায় ২৬৫, হাওড়ায় ২১৭, হুগলিতে ১৭২, পূর্ব মেদিনীপুরে ৩১৩, দার্জিলিঙে ১৮২ ও জলপাইগুড়িতে ১৯৬ জন আক্রান্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনায়। সেখানে ৩৫ জন মারা গিয়েছেন। এর পাশাপাশি কলকাতায় ৩২ এবং দক্ষিণ ২৪ পরগনায় ১৩ জনের মৃত্যু হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

COVID 19
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE