টিকাকরণ কর্মসূচি শুরুর আগেই তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিল উত্তর দিনাজপুর জেলায়। টিকা সরবরাহ করা হলেও তা পর্যাপ্ত সংখ্যক নয় বলে অভিযোগ জেলা স্বাস্থ্য দফতরের।
বুধবার রাতেই জেলায় করোনার ১৭ হাজার টিকা এসে পৌঁছেছে। তবে জেলার স্বাস্থ্যকর্মীদের জন্য তা প্রায় অর্ধেক বলে দাবি করেছেন উত্তর দিনাজপুরের স্বাস্থ্যকর্তারা। বৃহস্পতিবার কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল থেকে টিকাবোঝাই গাড়ি ফিরে চলে যায়৷ অন্য দিকে, রায়গঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে টিকা পৌঁছয়নি। কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল, রায়গঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র-সহ আরও বেশ কয়েক যায়গায় কোথাও টিকা ফিরে এসেছে। কোথাও বা আবার টিকা পাঠানোই হয়নি বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর৷
কালিয়াগঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্য আধিকারিক আলতামাস আলি বলেন, ‘‘কালিয়াগঞ্জে ভ্যাকসিন আসবে না বলে বুধবার রাতে জানানো হয়েছিল। বৃহস্পতিবার সেই গাড়ি স্বাস্থ্য দফতরে চলে আসে। আমরাও প্রস্তুত ছিলাম। কিন্তু শেষ মুহূর্তে জেলা থেকে নির্দেশ আসায় ওই টিকাবোঝাই গাড়ি ইটাহারে নিয়ে যাওয়া হয়। কী কারণে এমনটা হল, তা বলতে পারব না।’’ তবে কেনও এই পরিস্থিতি তৈরি হল, তা নিয়ে জেলা স্বাস্থ্য দফতরের তরফে কোনও সদুত্তর পাওয়া যায়নি।