বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, যক্ষ্মা রোগীর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা প্রায় না থাকায় তাঁদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। দুই রোগের উপসর্গেরও অসম্ভব মিল। জ্বর, শ্বাসকষ্ট, কাশি— সব কিছুই প্রায় এক রকম। ফলে দু’টির মধ্যে গুলিয়ে যাওয়ার আশঙ্কাও বেশি। রোগী ও চিকিৎসক, উভয়ের সুরক্ষার স্বার্থে তাই যক্ষ্মা রোগীদের মধ্যে কেউ কোভিড-আক্রান্ত কি না, তা দ্রুত পরীক্ষা কাম্য। যক্ষ্মার চিকিৎসায় নিযুক্ত ডাক্তার ও চিকিৎসাকর্মীদের সুরক্ষাও গুরুত্বপূর্ণ। কিন্তু এ রাজ্যে এখনও তা হচ্ছে না বলে অভিযোগ।
কলকাতার প্রধান দুই যক্ষ্মা হাসপাতালের চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের অভিযোগ, ‘পার্সোনাল প্রোটেক্টিভ ইকুপমেন্ট’ (পিপিই) এখনও তাঁরা পাননি। অধিকাংশই এখনও পাননি এন-৯৫ মাস্ক। যক্ষ্মা রোগীদের কোভিড পরীক্ষা প্রায় হচ্ছে না বলেও অভিযোগ। তাঁদের দাবি, কার্যত বিনা নিরাপত্তায় প্রতিদিন শ্বাসকষ্ট, জ্বর, কাশি নিয়ে আসা অসংখ্য রোগীকে তাঁদের দেখতে হচ্ছে এবং প্রয়োজনে এম আর বাঙুর বা আইডি হাসপাতালে রেফার করতে হচ্ছে। বহির্বিভাগেও অনেক রোগী আসছেন মাস্ক ছাড়া। ফলে সংক্রমণের আশঙ্কা রয়েছে চিকিৎসকদেরও।
দক্ষিণ কলকাতার কে এস রায় যক্ষ্মা হাসপাতালে যেমন উত্তর-দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর থেকে রেফার হয়ে আসা রোগী ছাড়াও স্থানীয় অনেকে, এমনকি বিভিন্ন নেতানেত্রীর সুপারিশ নিয়ে রোগীরা সরাসরি দেখাতে চলে আসেন। এক চিকিৎসকের কথায়, ‘‘এঁদের প্রায় কারওরই কোভিড পরীক্ষা করা থাকে না। কাউকে দেখে সন্দেহ হলে কোভিড হাসপাতালে রেফার করা হচ্ছে। কিন্তু তার আগে রোগী ও তাঁর সঙ্গীদের সংস্পর্শে আসতেই হচ্ছে। অথচ আমাদের কাছে পিপিই নেই।’’