Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Rabindranath Bhattacharjee

করোনা আক্রান্ত তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ, হাসপাতালে সিঙ্গুরের ‘মাস্টারমশাই’

গত কয়েক দিন ধরেই জ্বর ও সর্দিতে ভুগছিলেন বর্ষীয়ান এই রাজনীতিক। 

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
সিঙ্গুর শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২০ ১৭:৫৯
Share: Save:

এ বার নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হলেন সিঙ্গুরের তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। মধ্য কলকাতার বেলভিউ নার্সিংহোমে ভর্তি করা হয়েছে তাঁকে। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

২০১১ থেকে ’১২ সাল পর্যন্ত রাজ্যের কৃষিমন্ত্রী ছিলেন রবীন্দ্রনাথ। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, গত কয়েক দিন ধরেই জ্বর ও সর্দিতে ভুগছিলেন বর্ষীয়ান এই রাজনীতিক। সতর্কতা হিসেবে প্রথমে প্রথমে র‌্যাপিড টেস্ট করানো হয় তাঁর। তার রিপোর্ট নেগেটিভ আসে।

কিন্তু শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় শনিবার বেলভিউয়ে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে তাঁকে ভর্তি করার পরামর্শ দেন চিকিৎসকেরা। সেই মতো প্রক্রিয়া মেনে তাঁর লালারসের নমুনা পরীক্ষা করা হয়। রবিবার সকালে তার রিপোর্ট এলে দেখা যায়, কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হয়েছেন রবীন্দ্রনাথ। তাঁর পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি।

আরও পড়ুন: বৈশাখী নিমন্ত্রিত নন, বিজেপির বিজয়া সম্মিলনীতে যাচ্ছেন না শোভন​

আরও পড়ুন: হিম্মত থাকলে ‘ভাইপো’র নাম বলুন, তৃণমূলের নিশানায় বিজেপি​

সিঙ্গুরে ‘মাস্টারমশাই’ হিসেবেই পরিচিত রবীন্দ্রনাথ। হরিপালের বিধায়ক বেচারাম মান্নার সঙ্গে সম্প্রতি মতান্তরে জড়িয়ে পড়েন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE