Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Shooting

লকডাউনে শুটিং, বসিরহাটে কলাকুশলীদের তাড়া করল জনতা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার টালিগঞ্জ এলাকা থেকে ২৫ জনের একটি দল বসিরহাটের গুলাইচন্ডি গ্রামে আসে।

বিক্ষোভের পর কলাকুশলীদের উদ্ধার করল পুলিশ। নিজস্ব চিত্র

বিক্ষোভের পর কলাকুশলীদের উদ্ধার করল পুলিশ। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
বসিরহাট শেষ আপডেট: ১২ মে ২০২০ ০২:২৫
Share: Save:

করোনা-আতঙ্কে এমনিতেই সিঁটিয়ে সকলে। তার উপরে এলাকায় সংক্রমণের খবর চাউর হওয়ার পর থেকে আতঙ্ক বেড়েছে বহুগুণ। মহকুমা এলাকার সংক্রমিতদের সকলেরই কলকাতা যোগ রয়েছে। এই অবস্থায় একটি শর্ট ফিল্ম শুটিং-কে কেন্দ্র করে সোমবার সকালে তুলকালাম বাধল বসিরহাটের গুলাইচণ্ডি গ্রামে।

শুটিং শুরু হতেই কলাকুশলীদের তাড়া করে গ্রামের বাসিন্দাদের একাংশ। কোনও রকমে আশপাশের বাড়িতে লুকিয়ে পড়েন তাঁরা। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। পরে শর্ট ফিল্মের পরিচালক-সহ ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বাড়ি ভাড়া দেওয়ার অপরাধে গ্রেফতার করা হয়েছে গ্রামের দুই বাসিন্দাকে। বসিরহাট পুলিশ জেলার সুপার কঙ্করপ্রসাদ বাড়ুই জানান, শুটিংয়ের জন্য অনুমতি নেয়নি ওই দলটি। কী করে একাধিক গাড়িতে করে এত লোকজন গ্রামে ঢুকে পড়ল, তা তদন্ত করে দেখছে পুলিশ। অন্য ধারার সঙ্গে ধৃতদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইন প্রয়োগ করা হয়েছে।

আরও পড়ুন: গুজরাতও তো এখন কো-মর্বিডিটির হিসেব কষছে, পাল্টা আক্রমণে তৃণমূল

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার টালিগঞ্জ এলাকা থেকে ২৫ জনের একটি দল বসিরহাটের গুলাইচন্ডি গ্রামে আসে। ওই গ্রামে সপ্তাহখানেক ধরে শুটিং হওয়ার কথা ছিল ‘রক্ত খাদক’ নামক শর্ট ফিল্মের। রবিবার রাতে শুটিং শুরু হওয়ার কথা থাকলেও ঝড়বৃষ্টির জন্য তা বানচাল হয়ে যায়। সোমবার সকালে একটি আমবাগানে শুটিং শুরু হয়। তখনই লোকজন আসতে থাকেন। পরিচালক ‘অ্যাকশন’ বলার সঙ্গে সঙ্গেই বাগানে হাঁটতে শুরু করেন এক অভিনেত্রী। তখনই জনতা তাড়া করে। কিছু বুঝতে না-পেরে যে যে-দিকে পারেন ছুট লাগান। কয়েকটি বাড়ির দরজা খোলা পেয়ে কেউ শৌচাগারে, কেউ চিলেকোঠায় লুকিয়ে পড়েন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ছবির প্রোডাকশন ম্যানেজার সন্তু বন্দ্যোপাধ্যায় বলেন, “কলকাতা ও হাবড়ার বিভিন্ন এলাকার ছবিটি হওয়ার কথা ছিল। শুটিং শুরু হতেই আচমকা অনেক মানুষ হামলা চালায়।” গ্রামের বাসিন্দাদের বক্তব্য, “এখানকার করোনা-আক্রান্তেরা সকলেই কলকাতা থেকে ফিরেছিলেন। এমন সময়ে এত লোক কী করে কলকাতা থেকে গ্রামে শুটিং করতে এলেন!” পরিচালক বাবাই সেন কোনও প্রশ্নের উত্তর দেননি।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Shooting Basirhat
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE