উত্তর ব্যারাকপুর পুরসভার এক কাউন্সিলরের দেওর গুলিবিদ্ধ হয়েছেন। উত্তর ২৪ পরগনার ইছাপুরের মায়াপল্লির বাসিন্দা গোবিন্দ দাস আশঙ্কাজনক অবস্থায় এই মুহূর্তে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, তাঁর মাথায় গুলি লেগেছে। গোবিন্দর বৌদি উত্তর ব্যারাকপুর পুরসভার কাউন্সিলর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে বাড়ির খুব কাছেই গুলিবিদ্ধ হন গোবিন্দ ওরফে নেপাল। তার আগে বাইকে করে তিন জন এসেছিলেন। খুব কাছ থেকে গোবিন্দর মাথায় গুলি করা হয়। গোবিন্দ যেখানে দাঁড়িয়ে ছিলেন, তার খানিকটা দূরে একটা গাড়ি ছিল। তার চালকও গুলিবিদ্ধ হন। দু’টি ঘটনার সঙ্গে কোনও সংযোগ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
গুলিবিদ্ধ হওয়ার পর গোবিন্দকে প্রথমে ব্যারাকপুর বিএন বসু মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখান থেকে তাঁকে রেফার করে দেওয়া হয় কলকাতায়। এই মুহূর্তে গোবিন্দ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর অবস্থা আশঙ্কাজনক। গুলিবিদ্ধ চালককে বিএন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।