একটি প্রতিবাদ কর্মসূচির প্রেক্ষিতে কলকাতা পুলিশের দায়ের করা মামলা থেকে বিকাশ ঝা-সহ কলকাতার ছ’জন ডিওয়াইএফআই, এসএফআই নেতা-নেত্রীকে অব্যাহতি দিল আদালত। কলকাতা নগর দায়রা আদালত শুক্রবার এই নির্দেশ দিয়েছে। সন্দেশখালি-কাণ্ডের সময়ে সেখানকার প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেফতারের প্রতিবাদে কলকাতায় কর্মসূচি নিয়েছিলেন বিকাশেরা। তার পরেই অবৈধ জমায়েত, রাস্তা অবরোধ, পুলিশকে মারধরের মতো বিভিন্ন অভিযোগে একাধিক ধারায় মামলা দায়ের করেছিল পুলিশ। অভিযুক্তদের আইনজীবী ইয়াসিন রহমান এ দিন বলেছেন, “কলকাতা পুলিশ আদালতে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পেশ করতে পারেনি। বিচারক অভিযুক্তদের মামলা থেকে মুক্ত করে দিয়েছেন।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)