Advertisement
০৪ মে ২০২৪

মদন-মামলা সরবে কি, আজ শুনবে হাইকোর্ট

মন্ত্রী মদন মিত্রের জামিন-মামলার বিচার কোন আদালতে হবে, মঙ্গলবারও তার ফয়সালা হল না। সারদা-কাণ্ডে ধৃত রাজ্যের পরিবহণমন্ত্রী মদনবাবুর জামিনের আর্জি সংক্রান্ত মামলা আলিপুর আদালত থেকে সরাতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সিবিআই। এ দিন হাইকোর্টের বিচারপতি রঞ্জিতকুমার বাগের এজলাসে এর শুনানি হওয়ার কথা ছিল।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৩ মে ২০১৫ ০৩:৪৪
Share: Save:

মন্ত্রী মদন মিত্রের জামিন-মামলার বিচার কোন আদালতে হবে, মঙ্গলবারও তার ফয়সালা হল না।

সারদা-কাণ্ডে ধৃত রাজ্যের পরিবহণমন্ত্রী মদনবাবুর জামিনের আর্জি সংক্রান্ত মামলা আলিপুর আদালত থেকে সরাতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সিবিআই। এ দিন হাইকোর্টের বিচারপতি রঞ্জিতকুমার বাগের এজলাসে এর শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু বিচারপতি বাগ এ দিন সিবিআই ও মদনবাবুর কৌঁসুলিকে জানিয়ে দিয়েছেন, বিষয়টি তিনি শুনবেন আজ, বুধবার।

এ দিকে আজই দুপুরে আলিপুর জেলা জজ সমরেশপ্রসাদ চৌধুরীর এজলাসে মদনবাবুর জামিন-আর্জির শুনানি নির্ধারিত রয়েছে। এমতাবস্থায় হাইকোর্ট যদি জামিন-মামলা সরাতে বলে, তা হলে আজ আলিপুর আদালতে শুনানি হবে না। তবে হাইকোর্ট সিবিআইয়ের আবেদন খারিজ করলে বিচারক চৌধুরীর আদালতেই য়থারীতি উঠবে মদন মিত্রের জামিন-মামলা।

ন্যায় বিচার মিলবে না— এই আশঙ্কায় মদনবাবুর জামিন-মামলা আলিপুর কোর্ট থেকে সরাতে চেয়ে সিবিআই হাইকোর্টে মামলা দায়ের করেছে গত শুক্রবার। আবেদনে তারা বলেছে, সারদা-কাণ্ডে অভিযুক্ত ইস্টবেঙ্গল ক্লাব-কর্তা দেবব্রত (নিতু) সরকারের জামিন নাকচ করতে হাইকোর্টে আবেদন করা হয়েছে জেনেও আলিপুরের জেলা বিচারক তাঁর জামিন-শর্ত লঘু করেছেন। উপরন্তু বিচারক যে ভাবে মদনবাবুর জামিন-শুনানির তারিখ এগিয়েছেন কিংবা মন্ত্রীর চিকিৎসা সংক্রান্ত নথিপত্র তলব করেছেন, তা দেখে ওই আদালতের উপরে কেন্দ্রীয় তদন্তকারীরা আস্থা রাখতে পারছে না।

হাইকোর্টে এ দিন সকালে সিবিআই-কৌঁসুলির কাছে বিচারপতি বাগ জানতে চেয়েছিলেন, মামলার নথিপত্র তিনি মদনবাবুর কৌঁসুলিকে দিয়েছেন কি না। সিবিআই-কৌঁসুলি জানান, দিয়েছেন। মদনবাবুর কৌঁসুলিও তা স্বীকার করেন। বিচারপতি বাগ সিবিআই-কৌঁসুলিকে বলেন, সওয়ালের সঙ্গে আদালতের যে সব রায় পেশ করা হবে, সেগুলোর কপিও হাইকোর্ট ও বিবাদী কৌঁসুলির হাতে থাকা দরকার। তাতে শুনানি গতি পাবে।

বিচারপতির কথা মতোই কাজ হবে সিবিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

madan mitra trinamool tmc court saradha scam
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE