Advertisement
২৩ মে ২০২৪

রামে আশ্রয় সাময়িক, পাল্টা চাল সিপিএমের

বাম ছেড়ে রামে নাম লেখানোর তাগিদে বিরোধী পরিসরে দ্রুত উঠে আসছে বিজেপি। এমতাবস্থায় এ বার গেরুয়া শিবিরে পাল্টা অবিশ্বাসের বাতাবরণ তৈরি করার কৌশল নিল সিপিএম।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৩ মে ২০১৭ ০৩:৩৪
Share: Save:

বাম ছেড়ে রামে নাম লেখানোর তাগিদে বিরোধী পরিসরে দ্রুত উঠে আসছে বিজেপি। এমতাবস্থায় এ বার গেরুয়া শিবিরে পাল্টা অবিশ্বাসের বাতাবরণ তৈরি করার কৌশল নিল সিপিএম।

সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র শুক্রবার দাবি করলেন, বিজেপি-তে অনেকেই আশ্রয় নিয়েছেন ঠেকায় পড়ে। বামেরা লড়াইয়ের ময়দানে সাহস করে দাঁড়াতে পারলে তাঁরা বেরিয়ে আসবেন। যাদবপুরে সুকান্ত সেতুর মোড়ে এ দিন সন্ধ্যায় দলীয় সমাবেশে সূর্যবাবু বলেন, ‘‘বিজেপি-তে যাঁরা গিয়েছেন, সকলেই সাম্প্রদায়িক নন। ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক অনেক মানুষও মাথা বাঁচাতে বা অন্য কারণে সেখানে আশ্রয় নিয়েছেন। তৃণমূলের দু-এক জন মন্ত্রীও আছেন, নাম বলে বিড়ম্বনা তৈরি করতে চাই না, যাঁরা বুঝতে পারছেন অন্যায় হচ্ছে। আমরা গিয়ে দাঁড়ালে এঁদের সমর্থন পাওয়া যাবে।’’ দলের কর্মীদের প্রতি তাঁর পরামর্শ, প্রয়োজনে ঝান্ডা় ছেড়ে মুক্তমঞ্চ গড়ে এই ধরনের মানুষকে পাশে পেতে হবে। এই সূত্রেই সূর্যবাবুর মন্তব্য, ‘‘মোদীর পাল্টা মুখ্যমন্ত্রী আর বরকতিও সিরিয়াল করছেন!’’ বক্তা ছিলেন সুজন চক্রবর্তী, শমীক লাহিড়ী, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়েরাও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CPIM BJP Surjya Kanta Mishra
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE