২১ জুন, ১৯৭৭। এই দিনটিতেই বামফ্রন্ট সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন জ্যোতি বসু। সদ্যসমাপ্ত বিধানসভা ভোটে শূন্য হয়ে যাওয়া সিপিএম এখন পুরনো স্মৃতি কাজে লাগিয়েই উজ্জীবিত করতে চাইছে দলের বর্তমান প্রজন্মকে। সেই প্রচেষ্টায় এবার আক্রমণের তালিকা থেকে বাদ রাখা হল ১৯৭২-৭৭ সালের কংগ্রেস নেতৃত্বাধীন সিদ্ধার্থশঙ্কর রায়ের সরকারকে। সম্প্রতি সাঁইবাড়ির ঘটনার বর্ষপূর্তিতে সিপিএমের রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যের নেটমাধ্যমে করা একটি পোস্টকে ঘিরে গোলমাল বাঁধে কংগ্রেস-সিপিএমের মধ্যে। ওই পোস্টে সাঁইবাড়ির ঘটনার কথা উল্লেখ করে ‘কংগ্রেসি গুন্ডা’ শব্দটি ব্যবহার করেন বিকাশ। সঙ্গে ‘কংগ্রেসি গুন্ডাদের’ হাতে সিপিএম নেতা-কর্মীদের নিহত হওয়ার কথা ফলাও করে লেখেন তিনি। প্রকাশ্যেই কলকাতার প্রাক্তন মেয়রের পোস্টকে ঘিরে কংগ্রেস নেতা-কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রকে একটি চিঠিও পাঠান প্রদেশ কংগ্রেসের নেতারা। যদিও বিষয়টিতে সিপিএম আমল না দিতে চাইলেও, ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া অস্বস্তিকর পরিস্থিতি এড়িয়ে যেতে পারেনি।