Advertisement
০৫ মে ২০২৪

পথে বাম-কংগ্রেস

কাঁকিনাড়ার রথতলা বাজার থেকে শ্যামনগর ওয়েভারলি জুট মিল পর্যন্ত মিছিলে রবিবার অংশগ্রহণ করেন সিপিএম ও কংগ্রেসের জেলা নেতৃত্ব।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯ ০১:০৪
Share: Save:

সংশোধিত নাগরিকত্ব আইন, এনআরসি, এনপিআর-এর প্রতিবাদে এবং আগামী ৮ জানুয়ারি সাধারণ ধর্মঘটের সমর্থনে জগদ্দল শিল্পাঞ্চলে একসঙ্গে পথে নামল বাম ও কংগ্রেস। কাঁকিনাড়ার রথতলা বাজার থেকে শ্যামনগর ওয়েভারলি জুট মিল পর্যন্ত মিছিলে রবিবার অংশগ্রহণ করেন সিপিএম ও কংগ্রেসের জেলা নেতৃত্ব। ছিলেন সিপিএমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম। মিছিল শেষে আতপুর ফাঁড়ির মোড়ে জমায়েতে সেলিম বলেন, মোদীর বিরুদ্ধে ডাকা ধর্মঘটে দিদি ‘ঢাল’ হয়ে দাঁড়াবেন কি না, সেই ভূমিকার দিকে নজর রাখতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE