Advertisement
১৭ মে ২০২৪

জাপানে ঋতব্রত

হামেশাই তাদের কটাক্ষ শুনতে হয় বৃদ্ধতন্ত্রের জন্য! বয়স্ক নেতারা সরে গিয়ে তরুণ প্রজন্মকে কেন সিপিএমের সামনের সারিতে নিয়ে আসছেন না, এই নিয়ে সমালোচনা বিস্তর। সেই দলেরই এক তরুণ মুখ এ বার দেশের বাইরে সংসদীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিলেন। জাপানের টোকিওয় বুধ ও বৃহস্পতিবার ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) আয়োজিত আন্তর্জাতিক যুব সংসদে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন সিপিএমের রাজ্যসভা সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৯ মে ২০১৫ ০২:৪৫
Share: Save:

হামেশাই তাদের কটাক্ষ শুনতে হয় বৃদ্ধতন্ত্রের জন্য! বয়স্ক নেতারা সরে গিয়ে তরুণ প্রজন্মকে কেন সিপিএমের সামনের সারিতে নিয়ে আসছেন না, এই নিয়ে সমালোচনা বিস্তর। সেই দলেরই এক তরুণ মুখ এ বার দেশের বাইরে সংসদীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিলেন। জাপানের টোকিওয় বুধ ও বৃহস্পতিবার ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) আয়োজিত আন্তর্জাতিক যুব সংসদে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন সিপিএমের রাজ্যসভা সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গী ছিলেন হরিয়ানা থেকে লোকসভার সাংসদ দুষ্মন্ত চৌটালা। প্রতিনিধিদলে থাকলেও মহারাষ্ট্র থেকে লোকসভার সাংসদ প্রীতম মুন্ডে অবশ্য জাপান যেতে পারেননি। জাপানের আইনসভা ‘ন্যাশনাল ডায়েট’-এ সমৃদ্ধতর বিশ্ব গড়ার জন্য তরুণদের দৃষ্টিভঙ্গি এবং সেই লক্ষ্যে পৌঁছনোর উপায় শীর্ষক আলোচনায় যুব সংসদে বক্তৃতাও করেছেন বাংলার ঋতব্রত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CPM Ritabrata Banerjee japan tokyo
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE