বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে আক্রমণের প্রতিবাদে এবং সে দেশে সব ধরনের মানুষের অধিকারের সুরক্ষার দাবিতে সপ্তাহান্তে পথে নামছে সিপিএম ও তাদের গণ-সংগঠন। কলকাতা ও একাধিক জেলায় আজ, শনিবার ও কাল, রবিবার বেশ কিছু কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। প্যালেস্তাইনে হামলা হলে যারা এখানে পথে নামে, তারা বাংলাদেশ নিয়ে নিষ্ক্রিয় কেন, এই প্রশ্ন উঠছিল নানা মহল থেকে। সেই আক্রমণেরই জবাব দিতে চাইছে সিপিএম। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী অবশ্য বলেছেন, ‘‘আমরা কোনও সময়ে নামি, কোনও সময়ে নামি না যাঁরা বলছেন, সেটা ঠিক নয়। যে কোনও ক্ষেত্রে সংখ্যালঘুদের পাশে বরাবর থাকি। আমরা মনে করি, সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার সুনিশ্চিত করতে হবে গণতন্ত্র ও মানবতার জন্য। এটা শুধু ধর্মের বিষয় নয়। সেই মনোভাব থেকে আমাদের দল সংগঠিত ভাবে কয়েক মাস ধরেই বাংলাদেশের ঘটনা নিয়ে অবস্থান স্পষ্ট করে বলে এলেছে। মৌলবাদী কার্যকলাপ যা হচ্ছে, বেঠিক হচ্ছে।’’ সিপিএম সূত্রের খবর, বাংলাদেশ প্রশ্নে কলকাতায় শান্তি মিছিল করতে পারে দলের ছাত্র ও যুব সংগঠন। নৈহাটি, দমদম, যাদবপুর-সহ নানা জায়গায় আজ কর্মসূচি নেওয়া হয়েছে ছাত্র ও যুবদের ডাকে। মুকুন্দপুর এলাকায় মিছিলে থাকতে পারেন সুজনও।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)