বিজেপি বা তৃণমূল কংগ্রেসের মতো পরামর্শদাতা সংস্থা ভাড়া করার সামর্থ এবং ঘরানা তাদের নেই। তবে দলের কাজকর্মে আরও পেশাদারি ছোঁয়া আনতে চাইছে বঙ্গ সিপিএম। সেই লক্ষ্যে এ বার বাইরে থেকে পেশাদার কর্মীদের কাজে লাগাবে তারা। পেশাদার কর্মীরা যেমন নিজেদের কাজ করবেন, তেমনই সিপিএমের দলীয় কর্মী ও স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণও দেবেন। বেতন দিয়ে তাঁদের নিয়োগ করা হবে। ‘সীতারাম ইয়েচুরি ক্যাডারশিপ প্রোগ্রামে’র আওতায় এমন পরিকল্পনা নেওয়া হয়েছে।
সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম শুক্রবার সমাজমাধ্যমে পোস্ট করে জানিয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক, রাজনৈতিক ইন্টার্ন হিসেবে তাঁরা লোক খুঁজছেন। তার পাশাপাশি ডিজ়িটাল মাধ্যমের জন্য কনটেন্ট রাইটার, গ্রাফিক ডিজ়াইনার, ডিজ়িটাল বিপণন আধিকারিকও নেওয়া হবে। সেলিমের বক্তব্য, ‘‘সময়ের সঙ্গে সঙ্গে আমরা আধুনিক হয়ে ওঠার চেষ্টা করেছি। এ বার পেশাদার হওয়ার চেষ্টাও করা হচ্ছে। দলীয় সংগঠনের মাধ্যমেই আমরা নানা তথ্য পাই, যেগুলো আরও ভাল ও পেশাদারি কায়দায় বিশ্লেষণ করে উপযুক্ত পদ্ধতিতে কাজে লাগানো যায়। সেই জন্যই আমাদের সামর্থ অনুযায়ী লোক নেওয়া হবে। তাঁরা কাজ করবেন, প্রশিক্ষণও দেবেন আমাদের লোকজনকে।’’ সিপিএমের রাজ্য সম্পাদক মনে করাচ্ছেন, ‘‘আমরা কিন্তু দলের কাজ আউটসোর্সিং করছি না।’’ প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর স্মরণে যেমন গবেষণা-কেন্দ্র গড়ে তোলা হচ্ছে, প্রয়াত আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও প্রাক্তন সাধারণ সম্পাদক ইয়েচুরির স্মরণে তেমনই অন্য রকম কিছু পরিকল্পনা নেওয়া হচ্ছে। কলকাতায় এ দিনই রোটারি সদনে সিপিএমের তাত্ত্বিক মুখপত্রের তরফে ইয়েচুরির লেখা প্রবন্ধের একটি সংকলন প্রকাশ ও আলোচনা-সভায় ছিলেন বিমান বসু, সেলিম, দলের পলিটব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র, অধ্যাপত আব্দুল কাফি প্রমুখ। উপস্থিত ছিলেন ইয়েচুরির স্ত্রী সীমা চিস্তি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)