Advertisement
০৫ মে ২০২৪

লগ্নি সংস্থা নিয়ে তদন্ত চায় সিপিএম

তৃণমূলের রাজ্যসভা সাংসদ কে ডি সিংহের নানা সংস্থার হাত ধরে বেসরকারি লগ্নিসংস্থায় (চিট ফান্ড) আমানতকারীদের টাকা অন্যত্র বিনিয়োগ হয়ে থাকতে পারে বলে অভিযোগ করল সিপিএম।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৫ ০৩:২২
Share: Save:

তৃণমূলের রাজ্যসভা সাংসদ কে ডি সিংহের নানা সংস্থার হাত ধরে বেসরকারি লগ্নিসংস্থায় (চিট ফান্ড) আমানতকারীদের টাকা অন্যত্র বিনিয়োগ হয়ে থাকতে পারে বলে অভিযোগ করল সিপিএম। এর পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে সেবি এবং ইডি-র কাছে তথ্য পাঠিয়েছেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। চিঠি দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিকেও। বিষয়টি দেখা হবে বলে জানিয়ে চিঠির জবাবও এসেছে জেটলির কাছ থেকে।

বিভিন্ন রাজ্যে কয়েকটি সংস্থার নামে গত কয়েক বছরে কী ভাবে বহু পরিমাণ জমি কেনা হয়েছে, তার তথ্য জোগাড় করেছে সিপিএম। ওই সংস্থাগুলি সবই কে ডি-র বেনামি সংস্থা বলে সেলিমের অভিযোগ। তিনি শুক্রবার বলেন, ‘‘২০০৯ সালের পর থেকে এই ‘গ্রুপ অব কোম্পানিজ’ ফুলেফেঁপে উঠেছে। তারাই অন্য রাজ্যে সম্পত্তি বাড়িয়েছে। সারদার টাকা এই ভাবেই হাত বদল হয়েছিল। এখানেও তা-ই হয়েছে কি না, আমরা জানতে চাই।’’ এই বিষয়ে বক্তব্য জানার জন্য কে ডি-র তরফে জনসংযোগকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তারা জানিয়েছে, শীঘ্রই তারা বক্তব্য জানাবে। তৃণমূলের একটি সূত্রে অবশ্য বলা হয়েছে, ‘‘অভিযোগ যে কেউই করতে পারেন! কে ডি-ও চান, সব সত্য সামনে আসুক। তা হলে সব প্রশ্নেরই উত্তর মিলবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CPM Saradha Scam chit fund
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE