E-Paper

সাইকেল বাঁচাতে দ্রুত পদক্ষেপ, নির্দেশ নবান্নের

প্রশাসন সূত্রের খবর, বহু জেলায় বিলি না-হওয়া সাইকেল কার্যত অবহেলায় খোলা জায়গায় পড়ে থাকছে। তাতে বহু সাইকেলে জং ধরেছে এবং ক্ষতিও হয়েছে। নবান্নের নির্দেশ, এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ করতে হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৫২

— প্রতীকী চিত্র।

খরচের বহর প্রায় পাঁচ হাজার কোটি টাকা। তার পরেও পড়ুয়াদের বিলি করার জন্য মজুত সাইকেল যে নষ্ট হচ্ছে, তা কি কার্যত মেনে নিচ্ছে রাজ্য সরকার? এ প্রশ্ন প্রশাসনের অন্দরে আগেই উঠেছিল। সেই প্রশ্ন জোরালো হয়েছে সম্প্রতি নবান্নের এক নির্দেশে। প্রশাসন সূত্রের খবর, বিভিন্ন জেলায় ‘সবুজ সাথী’ প্রকল্পের সাইকেল পড়ে আছে। সেগুলি রক্ষা করতে পদক্ষেপ করতে বলা হয়েছে এবং সে ব্যাপারে ২০ সেপ্টেম্বরের মধ্যেসব জেলাশাসকের থেকে রিপোর্টও চেয়েছে নবান্ন। প্রশাসনের একাংশের মতে, এই রিপোর্ট তলব থেকেই স্পষ্ট যে প্রচুর সাইকেল বিলি না-হয়ে পড়ে থাকছে। তবে দীর্ঘদিনের এই অভিযোগ নিয়ে সরকার এত দেরিতে কেন নড়ে বসছে, সেই প্রশ্নও উঠেছে।

প্রশাসন সূত্রের খবর, বহু জেলায় বিলি না-হওয়া সাইকেল কার্যত অবহেলায় খোলা জায়গায় পড়ে থাকছে। তাতে বহু সাইকেলে জং ধরেছে এবং ক্ষতিও হয়েছে। নবান্নের নির্দেশ, এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ করতে হবে। কী পদক্ষেপ করা হল তা ২০ সেপ্টেম্বরের মধ্যে অনগ্রসর শ্রেণিকল্যাণ দফতরের সচিবের কাছে রিপোর্ট আকারে জানাতে হতে।আধিকারিকদের একাংশের দাবি, সাইকেলের গুণমান নিয়ে হামেশাই নানা অভিযোগ পাওয়া যায়। বিলি না-হওয়া সাইকেল পড়ে নষ্ট হওয়ার কথাও উঠেছে। অথচ খরচসাপেক্ষ এমন প্রকল্পে শুরু থেকেই সতর্কতা প্রয়োজন ছিল।

প্রসঙ্গত, রাজ্য সরকারের দাবি, ২০১৫-১৬ আর্থিক বছর থেকে ন’টি ধাপে ‘সবুজ সাথী’ প্রকল্পের আওতায় প্রায় ১ কোটি ২৬ লক্ষ পড়ুয়াকে সাইকেল দেওয়া হয়েছে। তাতে ৪৬০০ কোটি টাকা ব্যয় করেছে রাজ্য। ২০২৪-২৫ বছরে নবম শ্রেণির প্রায় ১২ লক্ষ পড়ুয়াকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। খরচ ধরা হয়েছেপ্রায় ৪৯২ কোটি টাকা। সোমবারই ‘পশ্চিমবঙ্গ সিডিউল কাস্ট অ্যাডভাইজ়রি কাউন্সিলের’ সভায় সবুজসাথী প্রকল্প নিয়ে কথা উঠেছিল। বৈঠকের পরে সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, ‘সবুজসাথী’ প্রকল্পে তফসিলি জাতিভুক্ত ৩৭ লক্ষ ৪৭ হাজার ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়া হয়েছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Nabanna kanyasree Cycle West Bengal government Sabooj Sathi Scheme

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy