বৃষ্টির দাপট কিছুটা কমেছে। কিন্তু পুরোপুরি নয়। রবিবার সকালেও কলকাতার আকাশ মেঘলা। থেকে থেকে বৃষ্টি নামছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলবে। মুষলধারে বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই। কলকাতাতেও মাঝেমধ্যেই হালকা বৃষ্টি হতে পারে। তবে দুর্যোগের আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গে। সেখানে লাল সতর্কতা জারি করা হয়েছে।
ঘূর্ণাবর্ত এখন পূর্ব বিহার এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমের উপর রয়েছে। ভূপৃষ্ঠ থেকে তার উচ্চতা ৫.৮ কিলোমিটার। মৌসুমি অক্ষরেখাটি ফিরোজ়পুর, অম্বালা, নাজিবাবাদ, শাহজাহানপুর, পূর্ণিয়া, বহরমপুর হয়ে দক্ষিণ-পূর্ব দিকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর ফলে সমুদ্রের দিক থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। রাজ্য জুড়েই চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। শনিবার থেকে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:
হাওয়া অফিস জানিয়েছে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে রবিবার প্রবল বর্ষণের লাল সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টি হতে পারে ২০ সেন্টিমিটারেরও বেশি। এ ছাড়া, রবিবার এবং সোমবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরের পাহাড়ঘেঁষা পাঁচ জেলাতেই। সোমবার পর্যন্ত উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও ভারী বর্ষণ হতে পারে।
কলকাতায় সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। এ ছাড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝড়বৃষ্টির সতর্কতা জারি রয়েছে রবিবারের জন্যেও। আগামী বৃহস্পতিবার নদিয়া এবং উত্তর ২৪ পরগনায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। এ ছাড়া দক্ষিণবঙ্গের আর কোথাও আপাতত আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা নেই।
রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৮ ডিগ্রি কম। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি কম।