Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Dasrath Tirkey

দশরথ এবং শুক্রার বিজেপি-তে যোগদানের পর বিক্ষোভ

শনিবার শাহের মঞ্চে শুভেন্দুর পাশাপাশি বিজেপি-তে যোগদান করেছেন আলিপুরদুয়ারের সাংসদ দশরথ এবং নাগরাকাটার বিধায়ক শুক্রাও।

—নিজস্ব চিত্র।

—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
আলিপুরদুয়ার শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২০ ০১:০৭
Share: Save:

প্রাক্তন সাংসদ দশরথ তিরকে বিজেপি-তে যোগদানের পরেই ক্ষোভে ফেটে পড়লেন আলিপুরদুয়ারের বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ। শনিবার আলিপুরদুয়ারের বারোবিশা, কুমারগ্রাম-সহ বেশ কিছু এলাকায় বিক্ষোভ দেখান তাঁরা। আলিপুরদুয়ারের পাশাপাশি বিক্ষোভ হয় জলপাইগুড়ির নাগরাকাটাতেও। ওই বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক শুক্রা মুণ্ডাও বিজেপি-তে যোগদান করেছেন। তাঁর বিরুদ্ধেও প্রতিবাদে মুখর হন জেলার বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ।

শনিবার মেদিনীপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জনসভায় আনুষ্ঠানিক ভাবে বিজেপি-তে যোগদান করেন শুভেন্দু অধিকারী। দিন কয়েক আগেই শুভেন্দু বিধায়ক পদ ইস্তফার পাশাপাশি তৃণমূল ছেড়েছেন তিনি। শনিবার শাহের মঞ্চে শুভেন্দুর পাশাপাশি বিজেপি-তে যোগদান করেছেন আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ দশরথ এবং নাগরাকাটার বিধায়ক শুক্রাও। তবে এ নিয়ে রীতিমতো ক্ষুব্ধ জেলা বিজেপি-র একাংশ।

দশরথের বিজেপি-তে যোগদানের পরই আলিপুরদুয়ারে এর প্রতিবাদে পথে নামেন বিজেপি কর্মী-সমর্থকেরা। মিছিল করে প্রাক্তন সাংসদের কুশপুতুলও দাহ করেন তাঁরা। এমনকি আলিপুরদুয়ারের বারোবিশায় প্রাক্তন সাংসদের ছবিতে জুতোর মালা পরিয়ে মিছিল করা হয়।

আরও পড়ুন: রবিবার অমিত বিশ্বভারতীতে, রোড শো করবেন বোলপুরে

আলিপুুরদুয়ার ছাড়াও বিক্ষোভ হয় নাগরাকাটাতেও। তৃণমূল বিধায়ক শুক্রা মুণ্ডার বিজেপি-তে যোগদানের প্রতিবাদে ক্ষুব্ধ বিজেপি কর্মীরাও এ নিয়ে সরব হন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE