মাস তিনেক ধরে জয়নগরের মাসটিকারি গ্রামে একটি ভাড়া বাড়িতে থাকছিলেন যুবক-যুবতী। রবিবার সকালে সেই বাড়ি থেকে আঞ্জুয়ারা গায়েন (২৩) নামে ওই যুবতীর মৃতদেহ মিলল। তাঁকে শ্বাসরোধ করে খুন করে যুবকটি পালায় বলে অনুমান পুলিশের। পুলিশ জানায়, যুবকের খোঁজ চলছে। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। দেহ ময়না-তদন্তে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মন্দিরবাজারের বাসিন্দা ওই মহিলার বিয়ে হয়েছিল চরণে। স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হলে ওই যুবকের সঙ্গে মাসটিকারিতে ভাড়া নিয়ে থাকতে শুরু করেন তিনি। স্থানীয় সূত্রের খবর, পরিচয়পত্র ছাড়াই ওই এলাকায় ভাড়া থাকতেন দু’জনে। ফলে, দেহ উদ্ধারের পরে প্রাথমিক ভাবে মহিলার পরিচয় জানতে পারেনি পুলিশ। পরে তদন্তে তাঁর নাম-ঠিকানা জানা যায়। তাঁর সঙ্গে থাকা যুবকের নাম অবশ্য জানা যায়নি। তবে তিনি বকুলতলা থানা এলাকার বাসিন্দা বলে জানতে পেরেছে পুলিশ। এ দিন দীর্ঘক্ষণ সাড়া না পেয়ে বাড়ির মালিক ঘরে গিয়ে বিছানায় যুবতীর দেহ দেখেন।
স্থানীয়দের অভিযোগ, এই এলাকার বহু বাড়িতেই এ ভাবে নাম-পরিচয় ছাড়া ভাড়া দেওয়া হয়। এর ফলে অপরাধ বাড়ছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)