বীরভূমের মল্লারপুর থানা এলাকার উত্তর মাঝিপাড়ায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুশান্ত লেট।
রবিবার সকালে পরিত্যক্ত অবস্থায় সুশান্তের দেহ উদ্ধার হয় বাড়ির পাশের একটি জায়গা থেকে। সকালে এলাকাবাসীই দেহটি দেখতে পান।
ভাই রাহুলের অভিযোগ, সুশান্তের স্ত্রীর একটি অবৈধ সম্পর্ক ছিল৷ সে জন্য বাড়িতে দীর্ঘ দিন ধরেই অশান্তি চলছিল। তারই জেরে খুন হয়েছেন সুশান্ত।
আরও পড়ুন: মাস্ক ব্যবহার করুন সবাই, আর্জি ভাবী প্রেসিডেন্টের
আরও পড়ুন: নতুন ভিসা বিলে সুখবর আমেরিকায় কর্মরতদের জন্য
এই অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন সুশান্তের স্ত্রী৷ তিনি বলেছেন, ‘কী হয়েছে জানি না। অশান্তি চলছিল আমাদের, কিন্তু কী হয়েছে, বুঝতে পারছি না৷’’
ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে মল্লারপুর থানার পুলিশ৷ পুলিশ জানাচ্ছে, সুশান্তের গলায় দাগ রয়েছে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাই প্রাথমিক ভাবে পুলিশের সন্দেহ, তাঁকে খুন করা হয়েছে। দেহটি লময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।