Advertisement
২৮ মে ২০২৪

মাইনে বাড়ানোর প্রস্তাব বিধায়কদের

রাজ্যের রাজকোষে টানাটানি! কিন্তু টানাটানি তো তাঁদেরও! মূল বেতন মাসে মাত্র পাঁচ হাজার! নির্বাচন কেন্দ্র বাবদ ভাতা ও অন্যান্য ভাতা মিলিয়ে মাস গেলে হাতে পান সাড়ে ১৬ হাজার টাকার একটু বেশি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৬ ০২:৫২
Share: Save:

রাজ্যের রাজকোষে টানাটানি! কিন্তু টানাটানি তো তাঁদেরও! মূল বেতন মাসে মাত্র পাঁচ হাজার! নির্বাচন কেন্দ্র বাবদ ভাতা ও অন্যান্য ভাতা মিলিয়ে মাস গেলে হাতে পান সাড়ে ১৬ হাজার টাকার একটু বেশি। এতে চলে! তাই মাইনে বাড়ানোর প্রস্তাব দিলেন বাংলার বিধায়করা। তাঁদের প্রস্তাব, মূল বেতন পাঁচ হাজার টাকা থেকে বাড়িয়ে অন্তত দশ হাজার টাকা করা হোক! সেই সঙ্গে সামান্য হলেও বাড়ানো হোক আনুষঙ্গিক অন্যান্য ভাতা।

বিধায়কদের আর্থিক প্রাপ্যের বিষয় নিয়ে বুধবার বিধানসভার সংশ্লিষ্ট কমিটির বৈঠক ছিল। সূত্রের মতে, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ওই কমিটিই বেতন বাড়ানোর প্রস্তাব তৈরি করেছে। মূল বেতনের পাশাপাশি বিধানসভার বিভিন্ন কমিটির বৈঠকে উপস্থিত থাকার জন্য বিধায়করা ভাতা পান। মাসে চারটি বৈঠকে উপস্থিত থাকার জন্য তাঁরা পান ৩০ হাজার টাকা। নতুন প্রস্তাব হলো, মাসে দু’টি কমিটির বৈঠকে উপস্থিত থাকলেই যেন ৩০ হাজার টাকা দেওয়া হয়। তা ছাড়া, দেশের মধ্যে সফরের জন্য বিমান ভাড়া বাবদ কুপনের অঙ্ক ৫০ হাজার থেকে বাড়িয়ে ৭৫ হাজার করার প্রস্তাব দিয়েছে কমিটি।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের বিধায়করা দেশের অধিকাংশ রাজ্যের তুলনায় কম বেতন পান। দিল্লির বিধায়করা সব মিলিয়ে হাতে পান ৮৮ হাজার টাকা। তেলঙ্গনার বিধায়করা পান মাসে ২.৪৪ লক্ষ টাকা। তা বাড়িয়ে মাসে ৪.২১ লক্ষ করার প্রস্তাব রয়েছে। কিন্তু মূল বেতন দশ হাজার টাকা করার প্রস্তাব দিয়েও শঙ্কিত বাংলার বিধায়করা। রাজি হবেন কি অর্থমন্ত্রী অমিত মিত্র!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

MLA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE