Advertisement
০৩ মে ২০২৪
Tuition Fees

গৃহ সহায়িকাদের দাবি

ঢাকুরিয়া, হাওড়ার ইছাপুর, উত্তর ২৪ পরগনার নিমতা, নদিয়ার পলাশি-সহ নানা জায়গায় এ দিন কর্মসূচি হয়েছে তাঁদের।

কাজ ও বেতন না হারানোর দাবি নিয়ে গৃহ সহায়িকাদের কর্মসূচি।

কাজ ও বেতন না হারানোর দাবি নিয়ে গৃহ সহায়িকাদের কর্মসূচি। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ জুন ২০২১ ০৭:১৯
Share: Save:

আন্তর্জাতিক গৃহ সহায়িকা দিবসে ওই কর্মীদের দাবি-দাওয়া নিয়ে সরব হল বিভিন্ন বামপন্থী শ্রমিক সংগঠন। লকডাউনের সময়ে কোনও গৃহ সহায়িকার বেতন কাটা বা ছাঁটাই করা বন্ধে সরকারি নির্দেশিকা এবং তাঁদের পরিবার পিছু ১০ কিলো করে চাল বা গম দেওয়া, লকডাউনে সময়ে কর্মহীন হয়ে থাকলে মাসিক ৬ হাজার টাকা করে সহায়তার দাবিতে বুধবার বিভিন্ন জায়গায় কর্মসূচি নিয়েছিল সিটু প্রভাবিত পশ্চিমবঙ্গ গৃহ সহায়িকা ইউনিয়ন। সংগঠনের সাধারণ সম্পাদক শিল্পী সরকার, সভাপতি তরুণ ভরদ্বাজ ও কার্যকরী সভাপতি ইন্দ্রজিৎ ঘোষের বক্তব্য, রাজ্য সরকারের কাছে দাবি জানিয়ে ইতিমধ্যেই তাঁরা চিঠি দিয়েছেন। ঢাকুরিয়া, হাওড়ার ইছাপুর, উত্তর ২৪ পরগনার নিমতা, নদিয়ার পলাশি-সহ নানা জায়গায় এ দিন কর্মসূচি হয়েছে তাঁদের। ইউটিইউসি-র সাধারণ সম্পাদক অশোক ঘোষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে দাবি জানিয়েছেন, গৃহ সহায়িকাদের যথাযথ শ্রমিকের স্বীকৃতি দেওয়া হোক এবং শ্রম দফতরে তাঁদের নাম নথিভুক্ত করা হোক। অন্তর্বর্তী পদক্ষেপ হিসেবে বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী, লকডাউনে যত দিন কাজ বন্ধ থেকেছে, তত দিনের জন্য ক্ষতিপূরণ দেওয়া হোক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tuition Fees
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE