ট্যাক্সিতে উঠে অস্ত্র দেখিয়ে ২ কোটি ৬৬ লক্ষ টাকা লুটের ঘটনায় তিন জনকে গ্রেফতার করল লালবাজারের গোয়েন্দা বিভাগ। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে মঙ্গলবার তাদের ধরা হয়। তবে এখনও লুট হওয়া টাকা উদ্ধার হয়নি। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সঞ্জীব দাস, মহম্মদ সরফরাজ এবং ঋজু হাজরা। সরফরাজ ও ঋজু এন্টালির বাসিন্দা। সঞ্জীবের বাড়ি বেলেঘাটায়। ধৃত তিন জনকে এ দিন শিয়ালদহ আদালতে তোলা হলে বিচারক ১৯ মে পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।
পুলিশ সূত্রের খবর, অভিযোগকারী সংস্থার কর্মী ঋজু। সে সঞ্জীবের আত্মীয়। মাঝেমধ্যে সংস্থার টাকা ব্যাঙ্কে জমা দিতে আসত ঋজু। যদিও সোমবার সে আসেনি। তবে পুলিশ জেনেছে, ওই দিন যে টাকা নিয়ে ব্যাঙ্কে আসা হবে, সে কথা বাকি দুই অভিযুক্তকে ঋজুই জানিয়েছিল।
প্রাথমিক ভাবে পুলিশ জেনেছে, অস্ত্র দেখিয়ে সংস্থার দুই কর্মীকে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে নিয়ে যায় অভিযুক্তেরা। সেখানে ভয় দেখিয়ে ট্যাক্সি থেকে নামিয়ে টাকা হাতিয়ে চম্পট দেয় তারা। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ট্যাক্সিটি চিহ্নিত করে পুলিশ। সেই সূত্রে ধরা হয় তিন জনকে। পুলিশের ধারণা, চক্রে আরও কেউ জড়িত থাকতে পারে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)